মুম্বই: বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর), প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরের উপস্থিতিতে সামনে এল সংস্কার ভারতীর সিনেটকিজ ২০২৪-এর পোস্টার। চালু হল এর ওয়েবসাইট (www.cinetalkies.in)-ও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ভারতীয় চিত্র সাধনা’র ট্রাস্টি, প্রমোদ বাপট। অনুষ্ঠানের শুরুতে, অতিথিদের স্বাগত জানান সংস্কার ভারতীর কোঙ্কন প্রান্তের ভাইস প্রেসিডেন্ট অরুণ শেখর এবং প্রখ্যাত প্রযোজক এবং ভোজপুরি ও হিন্দি সিনেমার মিডিয়া ব্যক্তিত্ব আনন্দ কে সিং।
‘উডস টু রুটস’ থিমটি বেছে নেওয়ার জন্য সংস্কার ভারতীকে অভিনন্দন জানিয়েছেন প্রমোদ বাপট। এই থিমের মূল কথা, ভারতীয় শিকড়ের মধ্যে নিজেকে খোঁজার জন্য, বিভিন্ন আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রির একত্রিত হওয়া। যুব সমাজ এবং পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে চলচ্চিত্র এবং গল্প বলার ক্ষেত্রে ভারতীয় বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে, ভারতীয় চিত্র সাধনার সাম্প্রতিক প্রয়াসগুলির কথা তুলে ধরেন তিনি। প্রমোদ বলেন, প্রাচীনকাল থেকেই ভারতীয় গল্প এবং গল্প বলা প্রাসঙ্গিক। গল্প বলা একটি শিল্প যা আমরা ভারতীয়রাই বিশ্বকে শিখিয়েছি। এখন ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের তাদের শিকড়ে ফিরে আসার এবং নতুন গল্প আবিষ্কার করার সময়। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আজ সারা বিশ্বে ভারতের ভাবমূর্তিকে একটি নরম শক্তি হিসেবে তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে। সিনেটকিজের এই ধরনের প্রচেষ্টা, সিনেমা জগত এবং সমাজের মধ্যে সুস্থ মত বিনিময়ের প্রচারে সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বনি কাপুর তাঁর বক্তৃতার শুরুতেই ইন্ডাস্ট্রি ব্যাপী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য সংস্কার ভারতীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে তাঁর ৫০ বছর আছেন। তিনি সবসময় পরোক্ষভাবে ভারতীয় লোকাচার পালন করার চেষ্টা করেছেন। তিনি তার চলচ্চিত্রে সবসময় এক শক্তিশালী মহিলা চরিত্র দেখাতে চান। তিনি বলেন, ভারতীয় সিনেমা এবং ভারতীয় কাহিনি একে অপরের সঙ্গে যুক্ত। আমরা আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে আমাদের গল্পগুলিকে আরও ভালভাবে বলতে পেরেছি। তাঁর মতে, সংস্কার ভারতীর এই প্রচার সিনেমা জগতের ভারতীয় দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। তিনি বলেন, “আজ ভারতীয় সিনেমা বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে শুরু করেছে। তেলেগু ফিল্ম আরআরআর অস্কার জেতায় সেটা প্রমাণিত। নতুন চলচ্চিত্র নির্মাতাদের প্রবীণদের কাছ থেকে শিখতে হবে বলে জানান তিনি। ভারতীয় সংস্কৃতিতে নিহিত গল্পগুলি খিঁজে বের করতে হবে। দর্শকরা সেটাই দেখতে পছন্দ করেন।” ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তিনি সরকারেরও প্রশংসা করেন।
এই অনুষ্ঠানে, বিশিষ্ট মারাঠি অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা, সুনীল বারভেকে ‘সিনে টকিজ ২০২৪’-এর সংযোজক ঘোষণা করা হয়। সব শেষে, সংস্কার ভারতীর কোঙ্কন দেশের সংগঠন মন্ত্রী, উদয় শেউড়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।