Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কাহানি’র আগে একমাত্র একজন কলকাতার পরিচালকই আমায় পর পর সিনেমায় নিয়েছেন, কার প্রতি কৃতজ্ঞ শাশ্বত?

শাশ্বত চট্টোপাধ্যায়। এই মুহূর্তের ব্যস্ততম অভিনেতা। কখনও টলিউড, কখনও বলিউড। কখনও আবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। একের পর এক ব্লকবাস্টার ছবি। তবে সিনেমায় কেরিয়ারের শুরুর দিকে মোটেই এত ছবির অফার পেতেন শাশ্বত। বরং শাশ্বত কপাল ঘোরে সুজয় ঘোষের কাহানি ছবির পর।

'কাহানি'র আগে একমাত্র একজন কলকাতার পরিচালকই আমায় পর পর সিনেমায় নিয়েছেন, কার প্রতি কৃতজ্ঞ শাশ্বত?
Follow Us:
| Updated on: Apr 14, 2025 | 6:26 PM

শাশ্বত চট্টোপাধ্যায়। এই মুহূর্তের ব্যস্ততম অভিনেতা। কখনও টলিউড, কখনও বলিউড। কখনও আবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। একের পর এক ব্লকবাস্টার ছবি। তবে সিনেমায় কেরিয়ারের শুরুর দিকে মোটেই এত ছবির অফার পেতেন শাশ্বত। বরং শাশ্বতর কপাল ঘোরে সুজয় ঘোষের কাহানি ছবির পর। শাশ্বতর কথায়, কাহানির পর টলিউডেও ছবি পাওয়ার সংখ্য়া বাড়তে থাকে। তবে প্রথম থেকেই যে পরিচালককে সব সময়ই পাশে পেয়েছিলেন শাশ্বত, বলা ভাল যিনি শাশ্বতর অভিনয় প্রতিভাকে সম্মান দিয়ে এসেছেন শুরু থেকেই, তিনি হলেন অঞ্জন দত্ত।

বং কানেকশন, বো বারাক, চলো লেটস গো, বোমকেশ বক্সী। অঞ্জন দত্তর ছবি মানেই শাশ্বতর পাওয়ারপ্য়াকড অভিনয়। সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী ইউটিউব চ্যানেলে অঞ্জন দত্ত নিয়ে কথা বলতে গিয়ে, শাশ্বত স্পষ্ট জানান, সুজয় ঘোষের কাহানি ছবিতে অভিনয় করার আগে যে মানুষটি আমাকে নিয়মিত বাংলা ছবিতে কাস্ট করে গিয়েছেন, তিনি হলেন অঞ্জন দত্ত। কাহানি ছবির পর অনেক অফার পেয়েছি বাংলা থেকে। কিন্তু তার আগে অঞ্জন দত্তর ছবিতে একমাত্র একচেটিয়া কাজ করে গিয়েছি।

নিজের কাজের ব্যাপারে প্রথম থেকেই কোনও আপোসে যান না শাশ্বত। স্টার তকমায় তেমন কোনও আলাদা আকর্ষণ খুঁজে পান না তিনি। শাশ্বতর স্পষ্ট কথা, যাই হোক মাটিতে পা থাকতেই হবে।

এই খবরটিও পড়ুন

এই সাক্ষাৎকারে শাশ্বতও বলেন, তোপসে করার পর, নজর করেছিলাম একটা বছর আমি মাত্র ১৬ দিন কাজ করেছিলাম। বাবা-কাকাদের দেখেছি, তাঁদের সঞ্চয়ের প্রতি তেমন মন ছিল না। তাই গোড়া থেকেই আমি ঠিক করে ফেলেছিলাম, যাই করি না কেন, আর্থিক দিক থেকে স্ট্রং হতে হবে। তাহলেই একমাত্র আমাকে খারাপ কাজ করতে হবে না। যে ছবি পছন্দ হবে না, সেটাকে না করতে পারব।

কাহানি ছবির বব বিশ্বাস চরিত্র জনপ্রিয় হওয়ার পর, বলিউডে সেই সিরিয়াল কিলার চরিত্রেই নাকি বার বার অফার পাচ্ছিলেন শাশ্বত। কিন্তু শাশ্বত নিজেকে টাইপকাস্ট করতে চাননি। সেই কারণেই ১২ টা বলিউডি ছবির অফার ফিরিয়েছিলেন তিনি। যার মধ্যে কয়েকটিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।