AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মৃত্যুর আড়াই ঘণ্টা আগে বলিউডের এক অভিনেত্রীকে মেসেজ করেছিলেন সতীশ শাহ, বার্তায় কী ছিল?

এই ধারাবাহিকে তাঁদের জুটি টেলি ধারাবাহিকের মাইলস্টোন। তবে শুধু এই ধারাবাহিকই নয়, সিনেমার পর্দা থেকেই রত্নার সঙ্গে সতীশের বন্ধুত্ব। শুটিংয়ের বাইরেও নানা সময়ে আড্ডায় মেতে উঠতেন দুজনে। তাই রসিকতা বিষয়টা দুজনের মধ্যে ছিল বাঁধন ছাড়াই।

মৃত্যুর আড়াই ঘণ্টা আগে বলিউডের এক অভিনেত্রীকে মেসেজ করেছিলেন সতীশ শাহ, বার্তায় কী ছিল?
| Updated on: Oct 30, 2025 | 4:02 PM
Share

তারিখটা ২৫ অক্টোবর। সময়টা রাত ১২.৫৭। হঠাৎ করেই বলিউড অভিনেত্রী রত্না পাঠকের হোয়াটসঅ্য়াপে সতীশ শাহর (Sathish Shah) একটি মেসেজ এল। যা দেখে হেসে ফেললেন রত্না। তখন কি রত্না জানতেন, সতীশের কাছ থেকে এটাই হবে শেষ পাওয়া বার্তা! মৃত্যুর ঠিক আড়াই ঘণ্টা আগে ঠিক কি লিখেছিলেন সতীশ শাহ?

সারা ভাই ভার্সেস সারা ভাই ধারাবাহিকে সতীশ শাহর স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রত্না। এই ধারাবাহিকে তাঁদের জুটি টেলি ধারাবাহিকের মাইলস্টোন। তবে শুধু এই ধারাবাহিকই নয়, সিনেমার পর্দা থেকেই রত্নার সঙ্গে সতীশের বন্ধুত্ব। শুটিংয়ের বাইরেও নানা সময়ে আড্ডায় মেতে উঠতেন দুজনে। তাই রসিকতা বিষয়টা দুজনের মধ্যে ছিল বাঁধন ছাড়াই।

মৃত্য়ুর দিন রাতে এরকমই রসিকতা ভরা এক মেসেজ রত্নাকে পাঠিয়ে ছিলেন সতীশ শাহ। সেখানে লিখেছিলেন, একমাত্র আমার বয়স দেখেই লোকে বুঝতে পারেন আমি প্রাপ্তবয়স্ক। রত্না এই মেসেজের উত্তর দেন রাত ২.১৪ নাগাদ। তিনি লেখেন, এটা একেবারেই যেন তোমার জন্যই লেখা।

Dev (13)

রত্না সংবাদমাধ্যমে সতীশ শাহর মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, তখনও বুঝতে পারিনি, এটাই সতীশের থেকে পাওয়া শেষ মেসেজ হবে। তারপর ভোরবেলা প্রযোজক জেডি মাঝেথিয়া আমাকে মেসেজ করে জানাল, সতীশ আর নেই।

বহুদিন ধরেই কিডনির সক্রান্ত নানা রোগে ভুগছিলেন সতীশ শাহ। এমনকী, সম্প্রতি কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারও করেছিলেন সতীশ। তবে দুদিন আগে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়। তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হল না।