অভিযান করার কথা ছিলনা সত্যজিৎ রায়ের, কেন বললেন সন্দীপ রায় ?
১৯৬২ সালে অভিযান তৈরি হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা 'অভিযান ' বই থেকেই তৈরি হয় চিত্রনাট্য।

২রা মে রায় দিবস বলেই পরিচিত সিনে প্রেমী বাঙালির কাছে। এই দিন পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে সাক্ষাৎকারে উঠে এল এক অজানা গল্প, পরিচালক সত্যজিৎ রায় ১৯৬২ সালে তৈরি করেছিলেন ‘অভিযান’ ছবিটি। সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে পয়লা মে নন্দনে বড় পর্দায় দেখানো হয়েছে ‘অভিযান ‘। এই অভিযান ছবিটি নাকি করার কথাই ছিলনা পরিচালক সত্যজিৎ রায়ের।
সন্দীপ রায় বলেন, ” বাবার (সত্যজিৎ রায়) কথা আলোচনা করতে গিয়ে বহু এমন না বলা ঘটনার কথা মনে পড়ে যায়, এই ‘অভিযান ‘ ছবিটি বাবার করার কথা ছিলনা। এই বইটির সত্ত্ব কিনেছিলেন বাবার খুব পরিচিত বন্ধুরা। আমি আর নাম নিচ্ছিনা। তবে তারা চেয়েছিলেন বাবা চিত্রনাট্য লিখে দিক। সেই মত চিত্রনাট্য লিখেছিলেন বাবা। তার পর তিনি ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবির শ্যুট নিয়ে ব্যস্ত হয়ে যান। এর পরই সেই বন্ধুরা এসে জানান, সত্যজিৎ রায়ের লেখা চিত্রনাট্য তাঁরা সাহস করে পরিচালনা করতে পারছেন না, যদি ভালো না হয়। অবশেষে বাবা (সত্যজিৎ রায়) রাজি হলেন ছবিটি করতে, তবে নিজের মত তিনি চিত্রনাট্য সাজিয়ে নিতে চেয়েছিলেন। ”

সন্দীপ রায় আরও বলেন, ” বাবার (সত্যজিৎ রায়) ‘অভিযান ‘ সিনেমার খেরোর খাতা দেখে বোঝা যাচ্ছে সেখানে ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবির টাইটেল লেখা রয়েছে। এর,থেকেই আন্দাজ করা যায়, ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবির পরই শুরু করেন ‘অভিযান ‘ ছবিটি। আর যখন তিনি বানালেন, এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যে দর্শকদের দারুণ পছন্দ হয়। এই ছবিতে বহু পার্শ্ব চরিত্র রয়েছে যারা এই গল্পকে অন্য মাত্রায় নিয়ে যায়। ওয়াহিদা রহমানের মত অভিনেত্রী যোগ হন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে একদম অন্যরকম দেখানো হয়েছে। আসলে বাবা খুব আন প্রেডিকটেবল ছিলেন। কী করবেন আন্দাজকরা যেতনা।” প্রসঙ্গত ১৯৬২ সালে অভিযান তৈরি হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অভিযান ‘ বই থেকেই তৈরি হয় চিত্রনাট্য। মুখ্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, ওয়াহিদা রেহমান ছাড়াও অভিনয় করেছিলেন, রুমা গুহ ঠাকুরতা, রবি ঘোষ, চারুপ্রকাশ ঘোষ ও অনেকে।
