Viral Video: ‘দু’মুখো সাপের মুখোশ টেনে খোল’, হঠাৎ কেন চটলেন এবার সায়ন্তিকা?

Sayantika Banerjee: সবাই গাইছিলেন, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।’ ব্যস সেই ভিডিয়ো নিমেষে ভাইরাল। সকলের গানে গিটারের তাল মেলাতে গিয়ে একেবারে 'হিমশিম অবস্থা' অভিনেত্রীর, নেটপাড়ার একাংশেক দাবি তেমনটাই।

Viral Video: 'দু'মুখো সাপের মুখোশ টেনে খোল', হঠাৎ কেন চটলেন এবার সায়ন্তিকা?
Follow Us:
| Updated on: Sep 02, 2024 | 6:22 PM

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এবার অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন তিনিও। হয়েছেন আন্দোলনে সামিল। আর সেখানেই নিশানায় সায়ন্তিকা বন্দোপাধ্যায়। ডানলপ, টবিন রোডের প্রতিবাদী মঞ্চে সাদা সালোয়ার কামিজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। হাতে গিটার। একই মঞ্চে বসে রয়েছেন তাঁর সমর্থকেরা। গিটার বাজাচ্ছিলেন নায়িকা। আর সুর তুলেছেন বাকিরা। সবাই গাইছিলেন, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।’ ব্যস সেই ভিডিয়ো নিমেষে ভাইরাল। সকলের গানে গিটারের তাল মেলাতে গিয়ে একেবারে ‘হিমশিম অবস্থা’ অভিনেত্রীর, নেটপাড়ার একাংশেক দাবি তেমনটাই।

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রীতিমতো তুলোধনা করা হয় নায়িকাকে। এ প্রসঙ্গে TV9 বাংলাকে সায়ন্তিকা বলেছিলেন, “আমার এ সবে কিচ্ছু যায় আসে না। অনেক সময় অনেকেই অনেক কথা বলে থাকেন। কিন্তু সে সব কথা ধরে বসে থাকলে কিছু হবে না।” এরপর কেটেছে বেশ কয়েকটা দিন। তারই মাঝে এবার বিস্ফোরক সায়ন্তিকা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘তোমার নাচ বিপ্লব, আর আমার গিটার ট্রোল; অনেক হলো দু’মুখো সাপের মুখোশ টেনে খোল!! ShameOnCPIM’

সম্প্রতি বেশ কিছু মিছিলে পথনাটক, গান কিংবা প্রতিবাদী নাচের মাধ্যমে বিচার চাইতে দেখা যাচ্ছে। এবার সেই নাচের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এমনই মন্তব্য করলেন বিধায়ক। স্পষ্ট প্রশ্ন তুললেন, তাঁর গিটার বাজানোটা ট্রোলের মুখে আর নাচ হলে সেটা বিপ্লব? সায়ন্তিকার এই পোস্টই ভরল কমেন্টে। কেউ লিখলেন,  ‘উনি নাচ জানেন, তাই শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ করছিলেন। আর আপনি গিটার বাজাতে পারেন না, শুধু মাত্র লোক দেখানোর জন্য গিটার হাতে নিয়ে বাজানোর অভিনয় করছিলেন। এটাই পার্থক্য। নিজের লজ্জা থাকলে ট্রোল হওয়ার পরেও ShameOnCPIM hashtag দিতেন না।’ আবার কেউ লিখলেন, ‘এটা প্রতিবাদী নাচ – আর আপনারটা ছিল ঢং করে নেকি (লোক দেখানো) গিটার বাজনো’ ।