‘সেক্সি’ হতে এ কী করলেন অভয়?

আগেও এমন সব মজাদার ক্যাপশানে ছবি পোস্ট করেছেন তা নিয়ে বেশ হাসির রোল উঠেছিল নেটিমহলে।

‘সেক্সি’ হতে এ কী করলেন অভয়?
অভয় দেওল ইন সেক্সি পোজ
Follow Us:
| Updated on: Nov 09, 2020 | 4:16 PM

TV9 বাংলা ডিজিটাল: ছবির ক্যাপশানে বাজি মাত করতে তিনি একাই একশো! আগেও এমন সব মজাদার ক্যাপশানে ছবি পোস্ট করেছেন তা নিয়ে বেশ হাসির রোল উঠেছিল নেটিমহলে। আবারও হল তাঁর পুণরাবৃত্তি!

ব্যাক টু ব্যাক শুটিংয়ে বলিঅভিনেতাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। অভয় দেওয়ালের (Abhay Deol) একই অবস্থা। তবে এসবের মাঝে ভ্যানিটি ভ্যানে শেখালেন কীভাবে ‘সেক্সি’ পোজ দিতে হয়।

তাঁকে অনেকক্ষণ ভ্যানিটি ভ্যানে থাকতে হচ্ছিল, তাই মাথায় এল কী করা যায়! তাই তুলে ফেললেন একের পর এক ছবি। ক্যাপশানে লিখলেন, ‘সে: আপনি রসিক, তবে আপনাকে আরও সেক্সি হতে হবে। আমি: ?’ আর ইনস্টাগ্রামে (Instagram) ফেললেন আট-আটটি ছবি।

তবে ক্যাপশানে লেখা ‘সে’ যে আসলে কে তা অবশ্য যানা যায়নি।

প্রসঙ্গত ‘স্বাস্থ্যকর খাদ্য’ এবং ‘সচেতন জীবনযাপন’ কেন্দ্রিক এক উদ্যোগের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অভয় দেওল। শোনা যাচ্ছে, ডিজনির ব্যানারে ‘স্পিন’ ছবিতে অভিনয় করতে চলেছেন অভয়।