AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আলিবাগে মধ্যরাতে সেলিব্রেশন, শাহরুখের জন্মদিনের সিক্রেট পার্টির ছবি লিক করলেন কে?

এদিন কিং-এর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন পরিচালক ফারাহ খান, করণ জোহর, রানি মুখোপাধ্যায়, অনন্যা পাণ্ডে সহ আরও অনেকে। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না শাহরুখ, কিন্তু এবার তাঁর বন্ধুদের শেয়ার করা ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের উচ্ছ্বাসে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।

আলিবাগে মধ্যরাতে সেলিব্রেশন, শাহরুখের জন্মদিনের সিক্রেট পার্টির ছবি লিক করলেন কে?
| Edited By: | Updated on: Nov 02, 2025 | 4:55 PM
Share

বলিউড ‘বাদশা’র জন্মদিন বলে কথা। তাও আবার ৬০ বছরের সেলিব্রেশন। এই বিশেষ দিনটি তিনি পালন করলেন নিজের আলিবাগের বিলাসবহুল বাংলোতে, ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের সঙ্গে।কারণ মন্নত-এ এখন কাজ চলছে। তাই পরিবার নিয়ে সেখানেই থাকছেন শাহরুখ। তবে সেলিব্রেশন বন্ধ থাকল না। এদিন কিং-এর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন পরিচালক ফারাহ খান, করণ জোহর, রানি মুখোপাধ্যায়, অনন্যা পাণ্ডে সহ আরও অনেকে। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না শাহরুখ, কিন্তু এবার তাঁর বন্ধুদের শেয়ার করা ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের উচ্ছ্বাসে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।

আর সেই কারণেই এবার ছবি প্রকাশ্যে। রাতপার্টিতে কী পরেছিলেন শাহরুখ, সেই বাংলোর অন্দরমহল্রে ছবি, বিভিন্ন সেলফি মারফত ছড়িয়ে পড়ল নেটপাড়ায়। ফারাহ খান ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন কিং! আরও শত বছর রাজত্ব কর।” করণ জোহরও রানি ও অনন্যা পাণ্ডের সঙ্গে তোলা ছবি পোস্ট করে মজার ছলে লেখেন, “কে এই ফটোবম্বার?”

অতিথিদের কেউ কেউ শাহরুখের সঙ্গে দেখা করতে এমটুএম ফেরি করে মুম্বই থেকে আলিবাগে যান। সেই যাত্রার ভিডিয়োও শেয়ার করেন ফারাহ, যেখানে করণ জোহরকে বলতে শোনা যায়— “এ এক অনন্য অভিজ্ঞতা,আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ!”

এদিকে কাজের দিক থেকেও শাহরুখের সামনে আসছে বড় চমক। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি ‘কিং’-এ দেখা যাবে তাঁকে সম্পূর্ণ নতুন রূপে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চন। ২০২৬ সালে মুক্তি পেতে চলা এই সিনেমা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। আর জন্মদিনে মুক্তি পেল সেই ছবির ঝলক। আর তাতেই মুগ্ধ, আট থেকে আশি।