AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পহেলগাঁও-দিল্লিতে জঙ্গি হামলায় সরব শাহরুখ, মঞ্চে দাঁড়িয়ে বললেন…

মুম্বইতে আয়োজিত গ্লোবাল পিস অনার্স ২০২৫ অনুষ্ঠানে হাজির হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন শাহরুখ খান। এদিনের সন্ধ্যায় তিনি ছিলেন বিশেষ অতিথি। সেখানে মঞ্চে দাঁড়িয়ে তিনি শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সাম্প্রতিক সন্ত্রাস হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষের স্মৃতিতে গভীর শোকজ্ঞাপন করেন।

পহেলগাঁও-দিল্লিতে জঙ্গি হামলায় সরব শাহরুখ, মঞ্চে দাঁড়িয়ে বললেন...
| Edited By: | Updated on: Nov 23, 2025 | 3:09 PM
Share

২০২৫ সালে দুই জঙ্গি হামলায় ভারতের বুকে দাগ কেটে গিয়েছে। রাগে ফুঁসছে গোটা দেশ। সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিশোধের দিকে তাকিয়ে থেকেছে। পহেলগাঁও-এর বৈসরণে জঙ্গিদের হামলা, আর দিল্লিতে বোমা বিস্ফোরণ। যা নিয়ে সরব হয়েছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। এবা মঞ্চে উঠে আরও একবার নিহতদের আত্মার শান্তি কামনা করলেন বাদশা। পাশাপাশি জওয়ানদের প্রতিনিয়ত আত্মত্যাগকে জানালেন সম্মান।

মুম্বইতে আয়োজিত গ্লোবাল পিস অনার্স ২০২৫ অনুষ্ঠানে হাজির হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন শাহরুখ খান। এদিনের সন্ধ্যায় তিনি ছিলেন বিশেষ অতিথি। সেখানে মঞ্চে দাঁড়িয়ে তিনি শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সাম্প্রতিক সন্ত্রাস হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষের স্মৃতিতে গভীর শোকজ্ঞাপন করেন।

এএনআই–এর প্রকাশিত ভিডিয়োতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ বলেন, “২৬/১১ মুম্বই হামলা, পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিষ্পাপ মানুষদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল। সেই সঙ্গে এই হামলাগুলিতে দেশের জন্য প্রাণ দেওয়া সাহসী জওয়ানদের কাছে আমরা কৃতজ্ঞ।”

এরপর দেশের সেনা-জওয়ানদের উদ্দেশে তিনি শাহরুখ বলেন, “কেউ যদি জিজ্ঞেস করে আপনি কী করেন, গর্বের সঙ্গে বলবেন—আমি দেশকে রক্ষা করি। কেউ যদি জিজ্ঞেস করে কত উপার্জন করেন, হাসিমুখে বলবেন—আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ উপার্জন করি। আর যদি আবার প্রশ্ন আসে ভয় পান না? তখন চোখের দিকে তাকিয়ে বলবেন—যারা আমাদের আক্রমণ করে, ভয় তারাই পায়।”

মানবতার পথে চলার বার্তা দিয়ে শাহরুখ এদিন আরও বলেন, “চলুন আমরা সবাই মিলে শান্তির পথে এগিয়ে যাই। জাত–ধর্ম–বর্ণের ভেদাভেদ ভুলে মানবতার পথে হাঁটি, যাতে শহিদদের আত্মত্যাগ বৃথা না যায়। আমাদের অন্তরে শান্তি থাকলে ভারতকে কোনও শক্তিই নাড়াতে পারবে না।”

শাহরুখের এই আবেগঘন বক্তব্যে দেশজুড়ে জওয়ানদের প্রতি গভীর সম্মান ও ঐক্যের বার্তাই ছড়িয়ে পড়ে। যে ক্লিপিং পলকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।সিনেদুনিয়ার তারকারা এমন বহু চরিত্রে অভিনয় করেন, যা সেনাদের জীবন ভিত্তিক, তবে কোথাও গিয়ে শুটিং সেটে ক্যামেরার সামনে লড়াই আর বাস্তবে শত্রুর মুখোমুখিও হওয়ার মধ্যে যে আকাশ পাতাল ফারাক, তা স্পষ্ট করে দিলেন জওয়ান স্টার শাহরুখ।