শাহরুখের টুইটার-প্রোফাইলে বায়ো নেই কেন? নিজেই জানালেন কিং খান

রণজিৎ দে |

Mar 31, 2021 | 7:06 PM

কিং খান দারুণ ব্যস্ত। তাঁর সময় পাওয়া মুশকিল। তবু তারই মাঝে নিজে সময় বের করে ফ্যানদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন তিনি। এই অভ্যাস তিনি আজও ছাড়েননি।

শাহরুখের টুইটার-প্রোফাইলে বায়ো নেই কেন? নিজেই জানালেন কিং খান
কিং খান

Follow Us

শাহরুখ খান ফ্যানদের কখনও নিরাশ করেন না। জন্মদিনে ফ্যানদের সঙ্গে দেখা করাই হোক অথবা কোনও পাবলিক প্লেসে সেলফি তোলাই হোক, ফ্যানদের সব সময় ‘প্রায়োরিটি’ দেন কিং খান। বলিউডের বাদশা বোঝেন, আজ তিনি যা কিছু তার মূলে এই অগণিত ফ্যান। সাফল্যের চূড়াতে উঠেও মাথা ঘুরে যায়নি বাদশার।

কিং খান দারুণ ব্যস্ত। তাঁর সময় পাওয়া মুশকিল। তবু তারই মাঝে নিজে সময় বের করে ফ্যানদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন তিনি। এই অভ্যাস তিনি আজও ছাড়েননি। সময় পেলেই ফ্যানদের সঙ্গে কথা বলতে বসে পড়েন তিনি। স্বাভাবিকভাবেই ফ্যানরা হুড়মুড়িয়ে ওঠে। কিন্তু কিং খান সমস্ত ফ্যানদের প্রশ্নে যত্নবান। তাঁর প্রখর বুদ্ধি এবং সুচারু রসবোধ দিয়ে ফ্যানদের ‘গুঁতো’ সামলান। সম্প্রতি টুইটারে ফ্যান-সেশন করেছিলেন তিনি। টুইটারে তাঁর ফ্যান ফলোয়ার্স ৪১.৭ মিলিয়ন। এক একজন ফ্যানের এক একরকম প্রশ্ন। সবাইকে সম্ভব না হলেও অনেকেরই প্রশ্নের উত্তর দেন কিং খান। এরকমই এক ফ্যান শাহরুখকে প্রশ্ন করেছিল তাঁক টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে বায়ো লেখা নেই কেন? কিং খানের ‘সেন্স অফ হিউমর’ অসাধারণ। তিনি এতটুকু সময় না নিয়ে রসিকতা করে বলেন, “এক-জীবনে এত কিছু ঘটছে, একটা বায়োতে বেঁধে ফেলা মুশকিল, এখনও বায়ো লিখছি।”

ফ্যানেদের হাজারো প্রশ্ন। কেউ জিজ্ঞেস করেছেন তাঁর নতুন ছবি নিয়ে, কেউ আবার কিছু ব্যক্তিগত প্রশ্ন করেছেন। সব প্রশ্নের উত্তরেই শাহরুখের রসবোধ অটুট। ফ্যান-সেশন থেকে বিদায় বেলাতেও তাঁর ‘সেন্স অফ হিউমর’ মনে রাখার মত। কিং খান লিখেছেন, “এবার আমার যাওয়া উচিৎ,নয়তো তোমাদের মনে হবে আমার বোধহয় কোনও কাজ নেই। তবে যাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না,তারা দুঃখ পেয়ো না। আমি তোমাদের সঙ্গে কথা বলে খুব মজা পাই। সবাই সাবধানে থেকো,তোমাদের ভালবাসি।”

আরও পড়ুন :চলতি বছরে কেন এত ব্যস্ত হুমা কুরেশি?

শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছিল বছর দুই আগে ‘জিরো’-তে। এই মুহূর্তে তিনি ‘পাঠান’-এর শুটিং নিয়ে ব্যস্ত।

Next Article