দর্শকদের মন তিনি কেড়েছেন। প্রতিটি ফিল্মে তাঁর অভিনয়ের মাত্রা বেড়েছে। বলি অভিনেত্রী হুমা কুরেশির স্ক্রিন প্রেজেন্স থেকে পার্সোনালিটি নিয়ে কথা হয়েছে ভিন্ন সমালোচনায়। চলতি বছর দম ফেলার সময় নেই অভিনেত্রীর। পাইপলাইনে রয়েছে একের পর এক বড় বাজেট ছবি।
আরও পড়ুন রাত পোহালেই ‘এপ্রিল ফুলস ডে’, এই মজার দিনের পিছনে লুকিয়ে রয়েছে কোন গল্প?
অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ থেকে জ্যা়ক স্নাইডার পরিচালিত ছবিতে হলিউড ডেবিউ। তাঁর ঝুলিতে রয়েছে দক্ষিণী এক বড় প্রোজেক্টও। অভিনেত্রীর ঝুলি প্রায় সম্পূর্ণ। পুরোদস্তুর চরিত্রে অভিনয় ছাড়াও তিনি সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে ক্যামিও চরিত্রেও অভিনয় করছেন হুমা কুরেশি। তাঁর অভিনয়ের ভার্সেটালিটির প্রমাণ দিতে এতগুলো প্রোজেক্ট যথেষ্ট। তাই নয় কি?
শুটিংয়ের নিষেধাজ্ঞা উঠতে না উঠতেই কোভিড প্যান্ডেমিকের মধ্যেই যে সকল অভিনেতা-অভিনেত্রীরা কাজ শুরু করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন হুমা কুরেশি। ‘বেল বটম’-এর শুটিং শুরু করেছিলেন গ্লাসগোতে।
বছর চৌত্রিশের অভিনেত্রী হুমা কুরেশি ‘মহারানি’ সিরিজের শুটিং শুরু করবেন পরের মাসে। ‘জলি এলএলবি’-র পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে আবার কাজ করতে চলেছেন হুমা।
এত ধরণের চরিত্রে অভিনয় করবেন হুমা কুরেশি এবং তা দেখার জন্য দর্শক মুখিয়ে রয়েছেন, তা বলার আর অপেক্ষা রাখে না।