৩১ ডিসেম্বরের রাত। নতুন বছরের আসার পালা। পুরনোকে বিদায় জানানোর পালা। পার্টি না হলে কি চলে? বর্ষবরণের রাতে পার্টিতে মজলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মঙ্গলবার রাতে নেশায় বুঁদ স্টার কিড-কে দেখা গেল টলমল পায়ে পার্টি থেকে বের হতে। কিং খানের ছেলে বলে কথা। রেস্তরাঁ থেকে বের হতেই তাঁর দিকে তাক করল একগুচ্ছ ক্যামেরা। এ দিনে আরিয়ানের পরনের ছিল কালো প্যান্ট, সাদা শার্ট এবং নীল জ্যাকেটে। কাদের সঙ্গে পার্টি করছিলেন শাহরুখ পুত্র? মুম্বইয়ে প্রতিবারই বড় করে আয়োজন করা হয় নিউ ইয়ার ইভের। এ বছরও তেমনই আয়োজন করা হয়েছিল।
বন্ধুবান্ধবদের সঙ্গে এ দিন পার্টিতে মজেছিলেন আরিয়ান। তবে শুধু কি বন্ধুরা? বলিসূত্রে খবর, এ দিন পার্টিতে নাকি উপস্থিত হয়েছিলেন আরিয়ানের ব্রাজিলিয়ান বান্ধবী লারিসা বনেসি। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে আরিয়ান এবং তাঁর বান্ধবীর বেশ কিছু ভিডিয়ো। সেই ভিডিয়ো দর্শকের নজরে আসতেই শুরু সমালোচনা।
কেউ কেউ তো আবার ২০২১ সালে আরিয়ানের মাদককাণ্ডের ঘটনাও মনে করিয়ে দিয়েছে। একজন লিখেছেন, ‘ছোট্ট মদ্যপ এসআরকে’, কারও মন্তব্য ‘এ তো শোধরাবে না’, কারোর মন্তব্য, ‘এতো দেখি হাঁটারও ক্ষমতা নেই।’ কারোর কথায়, ‘সকলে উনি নিজেই এই ভিডিয়ো দেখে অপ্রস্তুত হবেন’। কারোর মন্তব্য, ‘শাহরুখ স্যরের জন্য খারাপ লাগছে…।’ অনেকে আবার বিরোধিতাও করেছেন এই নেতিবাচক মন্তব্যের।