Viral News: ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়ে রিয়েল লাইফ হিরো শাহরুখ, কৃতজ্ঞ রইলেন ঐশ্বর্য

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 23, 2022 | 1:30 PM

Shah Rukh Khan: অজানা নানা কাহিনি ভক্তদের মুখে মুখে ফেরে, যখন সেলেবরাই প্রমাণ করেন, যে পর্দায় নয়, বাস্তবেও তাঁরা নিজের জীবন বাজি রেখেও ঠিক কতটা ঝুঁকি নিতে সক্ষম।

Viral News: ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়ে রিয়েল লাইফ হিরো শাহরুখ, কৃতজ্ঞ রইলেন ঐশ্বর্য

Follow Us

শাহরুখ খান, কেবল পর্দায় যে দাপটের সঙ্গে তিনি হিরোগিরি করে থাকেন, তেমনটা নয়। বাস্তবেও তিনি ঠিক একইভাবে সকলের নজরে সুপারহিরো হয়ে উঠতে পারেন, তা চাক্ষুস করেছিলেন বলিউড সেলেবরা। এক ভয়ানক অগ্নিকাণ্ড থেকে প্রাণ বাঁচিয়ে ছিলেন তিনি, প্রাণও খোয়া যেতে পারত বচ্চন পরিবারের ম্যানেজারের, ঐশ্বর্য যার জন্য চির কৃতজ্ঞ থাকেন ঐশ্বর্য রাই বচ্চন। ঠিক কী ঘটেছিল সেদিন মধ্যরাতে! আজও সেই ঘটনা কিং খানের ভক্তদের মুখে মুখে ফেরে।

ভয়ানক পরিস্থিতি হতে পারত দিওয়ালি পার্টিতে। ঠিক কী ঘটেছিল! ২০১৯ সালের ঘটনা। অমিতাভ বচ্চনের দিওয়ালি পার্টি চলছিল রমরমিয়ে। সেখানেই উপস্থিত ছিলেন ঐশ্বর্যর ম্যানেজার। নাম অর্চনা সদানন্দ। হঠাৎই ঘটনা চক্রে অর্চনার লেহেঙ্গাতে আগুন লেগে যায়। দেখা মাত্রই ততক্ষণাৎ ছুঁটে আসেন শাহরুখ খান। সেই মুহূর্তে অর্চনার ডান পায়ে ১৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছে। পাশাপাশি হাতেরও কিছু অংশে পুড়েছে। তারপর তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। রাত তিনটের সময় ঘটে এই ঘটনা। তখন সামান্য কিছু অতিথি উপস্থিত ছিলেন সেই পার্টিতে। যদিও সেই মুহূর্তে পার্টিতে প্রথমসারির বেশ কিছুজন সেলেব উপস্থিত ছিলেন। অনুষ্কা শর্মা, বিরাট কোহলি সহ পরিণীতি চোপড়া, শাহিদ কাপুর প্রমুখেরা। তারই মাঝে ত্রাতা হয়ে উঠেছিলেন শাহরুখ খান।

এমন অজানা নানা কাহিনি ভক্তদের মুখে মুখে ফেরে, যখন সেলেবরাই প্রাণ করেন, যে তাঁরা নিজের জীবন বাজি রেখেও ঠিক কতটা ঝুঁকি নিতে সক্ষম। পর্দায় ফাইট করা স্টারেরা যে বাস্তবেও বিপদ দেখে একইভাবে এগিয়ে আসতে পারে, তা প্রমাণ করে ভক্তদের মুখে ভাইরাল হয়ে ওঠে ছিলেন কিং খান। ঐশ্বর্যের বাড়িতে থাকা সকল সদস্যের মধ্যে সেদিন সবার আগে এগিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়ে ছিলেন তিনি নিজেই।

Next Article