খানিক দেরি তো হল বটেই। কিন্তু বাদশাহর (Shah rukh khan) ‘নিউ ইয়ার’ উইশ বলে কথা, তা-ই দেরি হলেও ফিকর নট!
পরনে ব্ল্যাক নাইট স্যুট। তার বাঁদিকে কঙ্কালের ছবি। চুল সেট করে, মশা তাড়িয়ে শাহরুখ শুরু করলেন তাঁর বক্তব্য। নতুন বছরকে স্বাগত জানিয়ে বললেন, “আপনারা স্বীকার করবেন ২০২০ খুব বাজে একটা বছর ছিল, এবং এটা কষ্টকর যে এরকম এক বছরে আশার আলো কিংবা পজিটিভিটি খুঁজে বের করা, কিন্তু আমার বিশ্বাস, যে যখন কেউ জীবনর সবচেয়ে নিচের অংশে দাঁড়িয়ে থাকে তাঁর উপরে ওঠা ছাড়া আর কোনও কিছু করার থাকে না। তাঁকে উপরে উঠে আসতে হয়, আরেক ধাপ উঁচুতে, আরেকটু বেটার প্লেসে। তা-ই ২০২০তে যা হয়েছে তা অতীত, আর ২০২১ আমাদের জন্য আরও বড়, আরও ভাল, আরও উজ্জ্বল, এবং আরও সুন্দর হতে চলেছে। ইনশা আল্লাহ!”
আরও পড়ুন আমি জানি না কীভাবে ২০২১-কে স্বাগত জানাব: ইরফানের স্ত্রী সুতপা
কথাটা বলেই বললেন “ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি কি এটায় একটু মিউডিক দেব?” তারপরে ভিডিও তে শোনা গেল এমন এক শব্দ যা মশা উড়ে বেড়ালে কানে আসে।
তারপর শাহরুখ বলেন, “২০২০ আমাদের একটা জিনিস শিখিয়েছে, জীবনর আসল আনন্দ রয়েছে নিজেদের মানুষজনের সঙ্গেই। সত্যিকারের মানুষ, আপনাদের পরিবার, আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের প্রিয়জনদের সঙ্গে। কিন্তু যে সব বন্ধু বা শত্রু ভার্চুয়ালি হয়েছে, অনলাইনে, সেগুলোও আনন্দ দেয়, সেগুলো টাইমপাস। কিন্তু সারাজীবনের জন্য আপনি তা রেখে দিতে পারবেন না।“
তারপর এও বলেন যে “আমি কি গ্রিটিং কার্ডের মতো শোনাচ্ছি?”
বাদশাহর উপদেশ, “দারুণ পার্টি করুন, বেশি মদ খাবেন না। জামাকাপড় খুলে রাস্তায় দৌড়াবেন না। কারণ আপনাকে গ্রেফতার করা হতে পারে। এর থেকেও বেশি সকাল ঘুম থেকে উঠে দেখলেন আপনি মোবাইল হারিয়ে ফেলেছেন। আর এটা আরও খারাপ হবে।”
শাহরুখ জানান গোটা ভিডিওটা শাহরুখ নিজে এডিট করেছেন, কারণ টিমের কেউ তাঁর সঙ্গে নেই। তাই ভুলত্রুটি হলে মাফ করবেন।
শাহরুখের এমন অভিনব কায়দায় ‘হ্যাপি নিউ ইয়ার’ শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ ট্রেন্ডিং!