অনুপম খেরের একটি শো-এ এসে তিনি বলেছিলেন,”তিনিই শেষ তারকা।” সম্প্রতি তাঁর ভক্তের এই কাজ সে কথাই যেন প্রমাণ করে দিল। কথা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের । ঝাড়খন্ড থেকে মুম্বই এসেছিলেন শুধুমাত্র বাদশাকে দেখার আশায় তাঁর নাম শেখ মহম্মদ আনসারি। বান্দ্রায় কিং খানের বাড়ির বাইরে টানা ৩৫ দিন ধরে বসে ছিলেন তিনি। আশা ছিল একটাই বাদশাকে এক ঝলক দেখার। নিজের ব্যবসা বন্ধ করে ঝাড়খন্ড থেকে মুম্বই আসেন তিনি। ভাইরাল হয়েছে শাহরুখ ভক্তের ভিডিয়ো। অভিনেতার বাড়ি মান্নাতের সামনে ঠায় বসে রয়েছেন তিনি। ভাইরাল ভিডিয়োয় নিজের মনের ইচ্ছার কথাই জানান সেই ব্যক্তি। সেই ভিডিয়োয় কী বলেছেন মহম্মদ নামের এই ব্যক্তি।
তিনি ভিডিয়োয় বলেন,”শাহরুখ খান আমার প্রিয় নায়ক। আমি ওনার সবথেকে বড় ভক্ত। ওনার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা। শাহরুখের সঙ্গে দেখা করা আমার জীবনের একটা জেদ। ৩৫ দিন ধরে আমার ব্যবসা বন্ধ। ওনার সঙ্গে দেখা করেই আমি চলে যাব। এটাই এখন আমার জেদ হয়ে দাঁড়িয়েছে।” উল্লেখ্য, এর আগে আর এক পাগল ভক্তের গল্প ভাগ করে নিয়েছিলেন শাহরুখ। তাঁর সঙ্গে দেখা করতে আসা এক ব্যক্তি ঘটিয়েছিলেন এক ভয়ঙ্কর কাণ্ড। শাহরুখের বাড়িতে নায়কের মেকআপ ঘরের লুকিয়ে ছিলেন তিনি। রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন নায়ক। তবে ঝাড়খন্ডের এই ব্যক্তির ভিডিয়ো দেখে অনেকেই বেশ আনন্দিত হয়েছেন। কেউ কেউ আবার ভাগ করে নিয়েছেন তাঁদের মনের ইচ্ছার কথা।