শাহরুখের মুকুটে নয়া পালক, দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত কিং খান

Shah Rukh Khan DPIFF: ১০০০ কোটির গণ্ডি পেরিয়েছে যা রাতারাতি। দর্শক মনে তাঁর ছবি ঘিরে উত্তেজনার পারদ যে হারে উঠতে থাকে, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছিল, তিনি-ই পারেন। কারণ তিনি বলিউড বাদশা, তিনি শাহরুখ খান।

শাহরুখের মুকুটে নয়া পালক, দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত কিং খান
Follow Us:
| Updated on: Feb 21, 2024 | 6:08 PM

২০২৩ সাল, শাহরুখ খানের জন্য এক স্মরণীয় বছর। একের পর এক ফ্লপ ছবির পর নিয়েছিলেন বিরতি, আর তারপরই ভাগ্যের চাকা ঘুরেছিল কিং খানের পাঠান ছবির হাত ধরে। বলিউডে সর্বাধিক ব্যবসা করে ইতিহাস গড়ে জওয়ান-পাঠান। ১০০০ কোটির গণ্ডি পেরিয়েছে যা রাতারাতি। দর্শক মনে তাঁর ছবি ঘিরে উত্তেজনার পারদ যে হারে উঠতে থাকে, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছিল, তিনি-ই পারেন। কারণ তিনি বলিউড বাদশা, তিনি শাহরুখ খান। ২০২৪ আন্তর্জাতিক দাদাসাহেব ফালকে পুরস্কার তাই এবার তাঁরই ঝুলিতে। বহুদিন পর শাহরুখ খান পেলেন আন্তর্জাতিক মানের পুরস্কার। এদিন নাম ঘোষণা হওয়ার পরই আবেগঘন হয়ে পড়েন কিং খান।

জওয়ান ছবির জন্য তিনি পান সেরা অভিনেতা বিভাগে দাদা সাহেব ফালকে। যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত মনে ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা। প্রসঙ্গত বেশ কিছু বছর ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও পুরস্কার নিচ্ছিলেন না তিনি। তবে সব সমীকরণ পাল্টে দিয়ে যায় ২০২৩ সাল।

ধন্যবাদ জানিয়ে শাহরুখ এদিন বলেন, ”আমি আনন্দিত ও আপ্লুত, যে আমার কাজকে সম্মানিত করা হয়েছে। একজন অভিনেতার কাজ তাঁর শুধু কাজটাই গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি তাঁর চারপাশের মানুষ যখন একত্রিত হয়ে সেটাকে সেলিব্রেট করে, সেটাই পাওয়া। অনেক মানুষের কঠোর পরিশ্রম কেন্দ্রিভূত হয়ে জওয়ান তৈরি হয়েছে। আর সেটাই আমায় এই পুরস্কারটা জিততে সাহায্য করেছে। আমি কথা দিচ্ছি আমি এভাবেই কঠোর পরিশ্রম করে যাব, ভারতের দর্শকদের বিনোদন দিয়ে যাব। যাঁরা বিদেশে আছেন তাঁদেরও। তার জন্য যদি আমায় নাচতে হয়, পড়তে হয়, উড়তে হয়, রোম্যান্স থেকে শুরু করে ভিলেন হতে হয়, ভাল, খারাপ যেই চরিত্রেই কাজ করতে হয়, ইনসাল্লাহ আমি সেটাই পরিশ্রমের সঙ্গে করে যাব।”

আর কে কে পেলেন এই পুরস্কার—

সেরা অভিনেত্রী– নয়নতারা (জওয়ান) সেরা অভিনেত্রী– রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে) সেরা পরিচালক– সন্দীপ রেড্ডি ভার্গা (অ্যানিম্যাল) সেরা অভিনেতা (সমালোচক)– ভিকি কৌশল (স্যাম বাহাদুর) সেরা খলনায়ক– ববি দেওল (অ্যানিম্যাল) সিনেমা জগতে অনবদ্য অবদান– (মৌসুমী চট্টোপাধ্যায়)