শাহির শেখ এবং রুচিকা কাপুর। হিন্দি টেলিভিশনের পরিচিত এই দুই অভিনেতা গত নভেম্বরে বিয়ে করেছেন। সদ্য রুচিকার প্রেগন্যান্সি নিয়ে জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলতে থাকেন, দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। আসল খবরটা কী? মুখ খুললেন শাহির।
সদ্য সাংবাদিকদের শাহির বলেন, এই বিষয়টা নিয়ে এখনই কথা বলতে চাইছি না। এই বিষয়ে কমেন্ট করার মতো সময় এখনও আসেনি। অর্থাৎ প্রশ্নের কোনও স্পষ্ট জবাব দেননি শাহির। বরং জল্পনা জিইয়ে রেখেছেন।
শাহির ঘনিষ্ঠ এক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন, দম্পতি ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় খুব একটা আলোচনা চান না। তার উপর এখন প্যানডেমিক পরিস্থিতি চলছে। ফলে এখন এ নিয়ে কোনও কথাই তাঁরা বলবেন না। তবে তাঁরা নতুন অতিথির জন্য অপেক্ষা করছেন, এ খবর নাকি সত্যি।
রুচিকার সঙ্গে বিয়ের পর শাহির জানিয়েছিলেন, মুম্বইতে তিনি বহু বছর একাই থাকতেন। বিয়ের পর কারও সঙ্গে শেয়ার করে থাকা শুরু হয়েছে। রুচিকার জন্য রান্না করতে ভালবাসেন তিনি। তবে ব্যক্তি জীবন ব্যক্তিগতই রাখতে চান। যদিও এখন থেকেই দম্পতিকে আসন্ন অভিভাবকত্বের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনুরাগীরা।
আরও পড়ুন, দক্ষিণী ইন্ডাস্ট্রির কোন নায়িকার উপর ক্রাশ রয়েছে রণবীরের?