Shahid Kapoor Jersey: ‘কেজিএফ ২’ ঝড়ের সামনে শাহিদ-এর ‘জার্সি’-র কী অবস্থা?
Shahid Kapoor Jersey: ২০১৯ সালে একই নামের তেলেগু ছবি রিমেক 'জার্সি'। নানি অভিনীত তেলেগু ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল।
১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ ছবির। কিন্তু যশ-সঞ্জয় দত্ত- রবিনা ট্যান্ডন অভিনীত ‘কেজিএফ ২’ ছবির বক্স অফিস সুনামী দেখে প্রযোজক পরিচালক ঠিক করেন, এক সপ্তাহ পিছিয়ে ছবি মুক্তি করবেন। সেই মত ২২ এপ্রিল মুক্তি পায় ‘জার্সি’। এমনিতেই কোভিডের কারণে বার বার ছবি মুক্তি পিছিয়ে যাচ্ছিল। তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজি ছিলেন না প্রযোজক-পরিচালক। আর সেই কারণেই এক সপ্তাহ পর মুক্তি পায় শাহিদের ছবি। সকলেই তাকিয়ে ছিল কেমন হয় শাহিদের ছবি। দক্ষিণী ঝড়ের মুখে শাহিদ ব্যাট হাতে ছক্কা হাঁকান, না বোল্ড আউট হন। নাকি রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষণের মতো ধীরে চলবেন। প্রথম দিনের ছবির বক্স অফিস কালেকশন দেখে সকলের কপালে ভাজ পড়ে। কারণ মোটেই নজর কাড়ার মতো ছিল না তা। মাত্র ৪ কোটি ছিল প্রথমদিনের কালেকশন। বিশেষ করে ‘কেজিএফ ২’ ছবির সামনে তা বড়ই বেমানান।
কিন্তু না শাহিদ এখনও ক্রিজে রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই। ধীর গতিতে হলেও দ্বিতীয় দিনের পার্ফমেন্স মোটেই মন্দ নয়। প্রথম দিনের থেকে ছবির কালেকশন ভাল হয়েছে দ্বিতীয় দিনে। প্রায় ৫.৫০ থেকে ৫.৬০ কোটি ব্যবসা করেছে ছবি। দুই দিনে বক্স অফিস কালেকশন ৯.৫০ কোটি টাকা। সিনেমা বিশেষজ্ঞদের আশা রবিবারও ভাল ব্যবসা দেবে ছবি। প্রথম উইকেন্ডের পর ১৬.৫০ কোটি টাকার ব্যবসা আসতে পারে ‘জার্সি’ থেকে আশা করছেন বিশেষজ্ঞরা।
২০১৯ সালে একই নামের তেলেগু ছবি রিমেক এটি। দুটো ছবির পরিচালকও গৌতম তানানুরি। নানি অভিনীত তেলেগু ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল। ক্রিকেট বিষয়ের উপর তৈরি এই ছবি। টি-টোয়েন্টি নয়, শাহিদের ছবি টেস্ট ম্যাচের মত খেলছে বক্স অফিসে। দ্বিতীয় উইকেন্ডেও ‘কেজিএফ ২’ ভাল ব্যবসা করছে। তবে শাহিদের ছবিও আস্তে আস্তে নিজের ব্যবসা করবে বলেই আশা রাখছেন সিনেমা বিশেষজ্ঞরা। ম্দেরুণাল ঠাকুর, পঙ্কজ কাপুর রয়েছেন ছবিতে। ২৯ এপ্রিল ইদের আগের সপ্তাহ। সলমন খানের কোনও ছবি নেই এইবার ইদে। অজয় দেবগণ তাঁর ‘রাণওয়ে ৩৪’, আর টাইগার শ্রফ আসছেন ‘হিরোপন্তি ২’ নিয়ে। বাংলায় মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’ আর জিৎ অভিনীত ‘রাবণ’। এই চারটি ছবির মাঝে ‘কেজিএফ ২’, না ‘জার্সি’-কে টিকে থাকে ময়দানে সেটা দেখার।
আরও পড়ুন-Saswata Chatterjee-Shabor: চার বছর পর ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায় শবররূপে, নতুন কী চমক থাকছে?
আরও পড়ুন-Rashmika Mandanna: হিন্দি সিনেমায় ডেবু করতে কোনও চাপ অনুভব করছেন না রশ্মিকা, কেন?
আরও পড়ুন-Hrithik Roshan: হৃত্বিক রোশন-এর নতুন ছবির লুক দেখে কী বললেন অনুরাগীরা?