AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখ আর দীপিকার বিরুদ্ধে এফআইআর, কী করেছেন তাঁরা?

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং হুন্ডাই-এর ছ' জন কর্মকর্তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। ভরতপুরের কীর্তি সিং অভিযোগ করেছেন যে, ২০২২ সালের জুনে কেনা তাঁর হুন্ডাই আলকাজার গাড়িতে ত্রুটি থাকায় প্রতারণা করা হয়েছে।বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন, সঙ্গে হুন্ডাই-এর ছ' জন কর্মকর্তার নাম একটি এফআইআরে উল্লেখ করা হয়েছে রাজস্থানের ভরতপুরে।

শাহরুখ আর দীপিকার বিরুদ্ধে এফআইআর, কী করেছেন তাঁরা?
| Edited By: | Updated on: Aug 27, 2025 | 9:19 AM
Share

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং হুন্ডাই-এর ছ’ জন কর্মকর্তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। ভরতপুরের কীর্তি সিং অভিযোগ করেছেন যে, ২০২২ সালের জুনে কেনা তাঁর হুন্ডাই আলকাজার গাড়িতে ত্রুটি থাকায় প্রতারণা করা হয়েছে।বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন, সঙ্গে হুন্ডাই-এর ছ’ জন কর্মকর্তার নাম একটি এফআইআরে উল্লেখ করা হয়েছে রাজস্থানের ভরতপুরে।

শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের নাম জুড়ে দেওয়া হয়েছে অভিযোগের তালিকায়। অভিযোগ করা হয়েছে, তাঁরা এমন একটি গাড়ির প্রচার করেছেন যার মধ্যে উৎপাদনজনিত ত্রুটি ছিল। এই মামলা একটি স্থানীয় বাসিন্দার অভিযোগ থেকে শুরু হয়, যিনি দাবি করেছেন যে ২০২২ সালে কেনা তাঁর হুন্ডাই আলকাজার এসইউভি কয়েক মাসের মধ্যেই গুরুতর প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার সমাধান করা হয়নি, এমন দাবি করা হয়েছে।

এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের জবাবদিহি করতে হবে কিনা, তা নিয়ে দেশে আরও বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে গত বছর ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছে, সেলিব্রিটিদের মিথ্যা প্রচারের জন্য দায়ী করা যেতে পারে। ইদানীং কোনও নেশার জিনিসের সঙ্গে নাম জড়াতে চান না টলিউড বা বলিউডের তারকারা। অনেকে আবার মনে করেন, টাকা পাওয়ার জন্য যে কোনও বিজ্ঞাপনের অংশ হতেই পারেন তাঁরা। এ নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যে শাহরুখ আর দীপিকার মতো তারকাদের এফআইআর-এ নাম জড়ানোর ফল কী হয়, তা দেখার অপেক্ষা।