দারুণ সাফল্য ভারতীয় সিনেমার ক্ষেত্রে। এসএস রাজামৌলী পরিচালিত ছবি ‘আরআরআর’-এর গান ‘নাট্টু নাট্টু’ জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। সেরা গানের তালিকায় মনোনীত হয়েছিল সেটি। এবং হাতে এসেছে পুরস্কার। ভারতের জন্য আজকের দিনটা সত্যিই জয়ের। এই খবরে খুশি হয়ে সক্কাল-সক্কালই টিম ‘আরআরআর’কে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খানও।
বলিউড অন্দরের অনেকে বলছেন, শাহরুখ খান নাকি দেরি করে ঘুম থেকে ওঠেন। সে যাই হোক! বেলা ১০টা নাগাদ তাঁর টুইটার থেকে ভেসে এসেছে শুভেচ্ছা বার্তা। তিনি টুইট করে জানিয়েছেন, আজ সকালে তিনি ‘নাট্টু নাট্টু’ গানের তালে নেচেই দিনটা শুরু করেছেন। বিছানা ছেড়েই জানতে পেরেছেন ‘আরআরআর’-এর এই সাফল্যের কথা। এবং তখনই তিনি নাচতে শুরু করেন। রাজামৌলীকে স্যর সম্বোধন করে কিং খান টুইটে লিখেছেন, “স্যর এই মাত্র উঠলাম। তারপরই আপনার ‘নাট্টু নাট্টু’ গানের তালে নাচতে শুরু করেছি। কেবল গোল্ডেন গ্লোব নয়, আরও অনেক পুরস্কার পাবে। ভারতকে আরও বেশি গর্বিত করবে।”
Sir just woke up and started dancing to Naatu Naatu celebrating your win at Golden Globes. Here’s to many more awards & making India so proud!! https://t.co/Xjv9V900Xo
— Shah Rukh Khan (@iamsrk) January 11, 2023
The trailer looks fab??
The King returns!!!
Lots of ❤ @iamsrk . All the best to the entire team of Pathaan… https://t.co/TvtVhTIshk— rajamouli ss (@ssrajamouli) January 10, 2023
গতকালই (১০ জানুয়ারি, ২০২৩, মঙ্গলবার) মুক্তি পেয়েছে শাহরুখের ৪ বছর পর কামব্য়াক ছবি ‘পাঠান’-এর ট্রেলার। সেই ট্রেলার দেখে কিং খানকে টুইটে বাহবা জানিয়েছিলেন রাজামৌলী। লিখেছিলেন, “ট্রেলারটি দারুণ। কিং ফিরছেন। শাহরুখ আপনাকে অনেক ভালবাসা জানাই। ‘পাঠান’-এর পুরো টিমকে শুভেচ্ছা।” সেই মেসেজের উপরই টপআপ করে ‘নাট্টু নাট্টু’র জন্য রাজামৌলীকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খান।