শরিফুল রাজকে চেনেন? বাংলাদেশ তো বটেই, কিছু দিন আগে তাঁকে নিয়ে এ বাংলাতেও হয়েছিল চর্চা। লাস্যময়ী অভিনেত্রী পরীমণীর প্রাক্তন স্বামী তিনি। সেই শরিফুলের সম্প্রতি এক আইটেম নাচে দেখা গিয়েছে দর্শনা বণিককে। গানটির নাম ‘ভাইরাল বেবি’। সম্প্রতি ওই গানেরই ‘বিটিএস’ অর্থাৎ বিহাইন্ড দ্য সিন কিছু ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা। নেটিজেনদের একটা বড় অংশের মতে যে ভাবে শরিফুল দর্শনার সঙ্গে ব্যবহার করছেন তা একেবারেই অনভিপ্রেত।
একজন লিখেছেন, ছেলেটার চোখ বারবার দর্শনার বুকের ওপরে গিয়ে পড়ছে। উনি একজন পেশাদারের মতো ব্যবহার করছেন না। চোখকে সংযত করুন।” আর একজন আবার টেনে এনেছেন দর্শনার স্বামী সৌরভের প্রসঙ্গ। তাঁর প্রশ্ন, “সৌরভদা কিছু বলছেন না?” দর্শনা যদিও সেই সহঅভিনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ আনেননি। বরং কাজটি করে উচ্ছ্বসিত তিনি।
গত ডিসেম্বরেই বিয়ে করেছেন দর্শনা। অভিনেতা সৌরভ দাস তাঁর স্বামী। বিয়ে করবেন এই খবর আসার আগে থেকেই তাঁদের নিয়ে কম আলোচনা হয়নি। সৌরভের এর আগে এক সম্পর্ক ছিল, যিনিও পেশায় ছিলেন অভিনেত্রী। সেই প্রসঙ্গও টেনে আনা হয়েছিল। তবু শহরের এক বিলাসবহুল জায়গায় ধুমধাম করে হয়েছিল এই জুটির বিয়ে। হাজির ছিলেন সকল তারকাই। আপাতত চুটিয়ে সংসার করছেন দুজনে। সমালোচনা, আলোচনা, ট্রোলিংকে সঙ্গে নিয়েই নিজেদের মতো ভাল আছেন এই দম্পতি।