AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরের জন্মে কী হতে চেয়েছিলেন শেফালি? মৃত্যুর আগে ইচ্ছাপ্রকাশ ‘কাঁটা লাগা’ গার্লের

মাত্র ৪২ বছর বয়সেই যে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে জনপ্রিয় অভিনেত্রী, মডেল তথা 'কাঁটা লাগা' গার্ল শেফালিকে, তা হয়তো আন্দাজও করতে পারেননি তাঁর কাছের মানুষরা।

পরের জন্মে কী হতে চেয়েছিলেন শেফালি? মৃত্যুর আগে ইচ্ছাপ্রকাশ 'কাঁটা লাগা' গার্লের
| Updated on: Jun 30, 2025 | 4:24 PM
Share

মাত্র ৪২ বছর বয়সেই যে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে জনপ্রিয় অভিনেত্রী, মডেল তথা ‘কাঁটা লাগা’ গার্ল শেফালিকে, তা হয়তো আন্দাজও করতে পারেননি তাঁর কাছের মানুষরা। এমনকী, শেফালিও ভাবতেই পারেননি, তার জীবন আচমকা এভাবে শেষ হয়ে যাবে। কিন্তু মৃত্য়ুর ঠিক ১০ মাস আগে মৃত্যু নিয়ে কথা উঠলে, শেফালি জানান, তাঁর বাঁচতে ভাল লাগে। জীবনটা উপভোগ করাই তাঁর মূল লক্ষ্য।

একটি পডকাস্টে দেওয়া ইন্টারভিউয়ে শেফালি স্পষ্ট জানিয়ে ছিলেন, জীবনে যেমনই ঝড়ই আসুক না কেন, বেঁচে থাকতে হবে। লড়তে হবে। জীবন খুব সুন্দর। প্রতিটি মুহূর্ত বাঁচতে হবে।

এই সাক্ষাৎকারে শেফালি জানিয়ে ছিলেন, পরের জন্মে তিনি আর মানুষ হতে চান না। তিনি চান আরশোলা বা ইঁদুর হতে। শেফালির কথায়, মানুষ হলে অনেক কষ্ট, অনেক অনিশ্চিয়তা, অনেক বাধা। তাই মানুষ হতে চাই না। বরং আরশোলা কিংবা ইঁদুর হব। যখন ইচ্ছা সেখানে যেতে পারব। আবার মানুষ ভয়ও পাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমাকে যেন আরশোলা বা ইঁদুর করে পাঠায়।