Shehnaaz Gill: জাতীয় পতাকা নিয়ে এ কী করলেন শেহনাজ? নেটপাড়ায় ছিঃ ছিঃ রব

Aug 16, 2024 | 5:28 PM

Viral News: নেটপাড়ায় রীতিমত কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। শেহনাজ গিল ভক্তদের মনে প্রথম থেকেই ছাপ ফেলেছেন। বলিউডে পায়ের তলার মাটি এখনও শক্ত করতে না পারলেও নিজের মতো করে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

Shehnaaz Gill: জাতীয় পতাকা নিয়ে এ কী করলেন শেহনাজ? নেটপাড়ায় ছিঃ ছিঃ রব

Follow Us

জাতীয় পতাকা নিয়ে কম বিতর্কে জড়াতে দেখা যায় না সেলিব্রিটিদের। নানাভাবে ফ্রেমবন্দি হয়ে থাকে জাতীয় পতাকা অবমাননা করার ছবি। যা প্রাথমিকভাবে পাপারাৎজিদের চোখে না পড়লেও পরবর্তীতে নেটিজ়েনদের নজর এড়ায় না। শেহনাজ গিলের ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। তাঁর ভুলও নেটিজ়েনদের নজকরে এলো। তারপরই চলল চরম ট্রোলপর্ব। নেটপাড়ায় রীতিমত কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। শেহনাজ গিল ভক্তদের মনে প্রথম থেকেই ছাপ ফেলেছেন। বলিউডে পায়ের তলার মাটি এখনও শক্ত করতে না পারলেও নিজের মতো করে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই সক্রিয়। স্বাধীনতা দিবসে তাই সকলের মতোই গর্বের সঙ্গে জাতীয় পতাকা নিয়ে পোস্ট করতে দেখা গেল তাঁকে। তবে যে ভিডিয়ো ফ্রেমে ধরা পড়ল, সেখানে এ কোন ছবি? হাতে পতাকা নিয়ে তা ঠিক করতে গিয়ে মাটিতে লাগিয়ে ফেললেন তিনি। যা নজর এড়াল না কারও। তারপর থেকেই শোরগোল নেটপাড়ায়। নেটিজ়েনদের কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। কেউ লিখলেন, ‘মাটিতে স্পর্শ করাচ্ছেন পতাকা? হাত দিয়েই তো ঠিক করে নিতে পারতেন।’ কেউ লিখলেন, ‘পতাকাকে অপমান করবেন না। সম্মান করুন।’ কারও কথায়, ‘ওনার জন্য সবই সমান।’ কেউ আবার লিখলেন, ‘দয়া করে মাটিতে স্পর্শ করাবেন না।’

এই প্রথম নয়, অতীতেও অনেককে কটাক্ষের শিকার হয়েছে এই একই মর্মে। কখনও শিল্পা শেট্টি জুতো পরে পতাকা তোলার ভিডিয়ো এসেছে সামনে, কখনও আবার পতাকাকে সিনেমায় ভুলভাবে ব্যবহার করার জন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রযোজনা সংস্থাকে। এবার সেই তালিকায় নাম লেখালেন শেহনাজ গিল।

Next Article