কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি আছেন বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। টিভি নাইন বাংলা ডিজিটাল কথা বলে শীর্ষেন্দুর কন্যা দেবলীনা মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেছেন, “বাবা হাসপাতালে ভর্তি আছেন। তাঁর রুটিন চেকআপ করানো হচ্ছে। বাবার বুকে পেসমেকার বসানো ছিল। সেটা রিপ্লেসমেন্ট করা হয়েছে। বাবা এখন ভাল আছেন। সোমবার (১৭.০৬.২০২৪) পেসমেকার রিপ্লেসমেন্ট হয়েছে। বাবাকে জেনারেল বেডেই রাখা হয়েছে।”
যে হাসপাতালে ভর্তি আছেন শীর্ষেন্দু, সেই একই হাসপাতালে ভর্তি আছেন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ও। শীর্ষেন্দু-কন্যা দেবলীনা হাসপাতালে গিয়ে জেনেছেন, সন্ধ্যা রায়ের ভর্তি থাকার কথা। বলেছেন, “আমি এখানে এসেই জানতে পেরেছি সন্ধ্যা রায়ও ভর্তি আছেন এই একই হাসপাতালে। কিন্তু আমি তাঁকে দেখতে যেতে পারিনি। ওরকম শরীর খারাপ আছে, ডিস্টার্ব করা তো ঠিক নয়…”
এখানে আরও একটা কাকতালীয় বিষয়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ যখন সিনেমা আকারে তৈরি করলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, তাতে রানিমায়ের চরিত্রে কাস্ট করা হয় সন্ধ্যা রায়কেই। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মনোজদের অদ্ভুতবাড়ি’ই সন্ধ্যা রায়ের শেষ অভিনীত বাংলা ছবি।
শীর্ষেন্দু মুখোপাধ্য়ায়ের প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’। প্রকাশিত হয় ১৯৬৭ সালে। তারপর একে-একে লিখেছেন ‘মনোজদের অদ্ভুত বাড়ি’, ‘মানবজমীন’, ‘গয়নার বাক্সো’, ‘পারাপার’ মতো উপন্যাস। তাঁর লেখা উপন্যাস থেকে একাধিক সিনেমা তৈরি হয়েছে। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সেই কামনাই করে TV9 বাংলা ডিজিটাল।