AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে-বাচ্চা লুকিয়ে প্রেম, পরে ১৮০ ডিগ্রি পাল্টান সইফ, বিস্ফোরক তাঁর বিদেশি প্রাক্তন প্রেমিকা রোজ়া

Saif Ali Khan-Rosa Catalano: অমৃতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সইফের জীবনে আসেন নতুন নারী। তিনি বিদেশি মডেল রোজ়া কাতালানো। শুরুতে সইফের সঙ্গে সম্পর্ক ভাল থাকলেও সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে একপ্রকার বাধ্য হয়েছিলেন রোজ়া। চমকে দেওয়ার মতো কিছু কথা তিনি বলেছিলেন অনেক পরে।

বিয়ে-বাচ্চা লুকিয়ে প্রেম, পরে ১৮০ ডিগ্রি পাল্টান সইফ, বিস্ফোরক তাঁর বিদেশি প্রাক্তন প্রেমিকা রোজ়া
সইফ-রোজ়া।
| Updated on: Jul 23, 2024 | 10:54 AM
Share

নিজের চেয়ে বয়সে অনেকটাই বড় বলিউড অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন ছোটে নবাব সইফ আলি খান। সেই বিয়ে টেকেনি। দুই সন্তান ইব্রাহিম আলি খান এবং সারা আলি খানকে নিয়ে পতৌদি পরিবার ছেড়ে বেরিয়ে আসেন অমৃতা। তিনি আজ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। ছেলেমেয়েকে মানুষ করতেই জীবন অতিবাহিত করে দিয়েছেন। কিন্তু সইফ? তিনি থেমে থাকেননি। মুভ অন করে গিয়েছেন ব্যক্তিগত জীবনে। অমৃতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সইফের জীবনে আসেন নতুন নারী। তিনি বিদেশি মডেল রোজ়া কাতালানো। শুরুতে সইফের সঙ্গে সম্পর্ক ভাল থাকলেও সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে একপ্রকার বাধ্য হয়েছিলেন রোজ়া। চমকে দেওয়ার মতো কিছু কথা তিনি বলেছিলেন অনেক পরে।

সইফ আলি খানের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার সময় রোজ়া জানতেন না তিনি পূর্বে বিবাহ করেছিলেন। জানতেন না সইফের দুটি সন্তান আছে। প্রেমে ভেসে গিয়েছিলেন রোজ়া। সত্য জানতে পেরে মানসিকভাবে আহত হয়েছিলেন খুব। এক সাক্ষাৎকারে রোজ়া বলেছিলেন, “আমি প্রথমটায় খুবই হতাশ হয়েছিলাম। কিন্তু সইফকে এত ভালবাসতাম যে, সবটা মেনেও নিয়েছিলাম।” ইব্রাহিম-সারাকে নাকি নিজের সন্তানের মতোই ভালবাসতে শুরু করেছিলেন রোজ়া। বলেছিলেন, “ইব্রাহিম-সারা খুবই মিষ্টি ছেলেমেয়ে। ওদের আমি কোনওদিনও ভুলতে পারব না। আমি যখন ভারতে আসি, ওরাই আমাকে সবটা চিনিয়েছিল। ওদের জন্য আমার আজও মন কেমন করে। সইফের সঙ্গে ব্রেকআপের পর আমার সবচেয়ে বেশি খারাপ লাগত ওদের জন্যই।”

রোজ়া জানিয়েছিলেন, সইফ নাকি একটা সময় পর পুরোপুরি পাল্টে গিয়েছিলেন। তিনি নাকি এক অন্য মানুষে রূপান্তরিত হয়েছিলেন। রোজ়ার কথায়, “মনে হত পয়সার উল্টো পিঠ দেখছি। যে মানুষটাকে আমি প্রাণ দিয়ে ভালবেসেছিলাম, দেখলাম সে এক্কেবারে ১৮০ ডিগ্রি পাল্টে গিয়েছে। আমাকে এড়িয়ে চলত সইফ। দিনের পর-দিন কেটে যেত, আমাকে নিজে থেকে একটাও ফোন করত না।”

রোজ়ার দাবি, সইফ নাকি নিজে থেকে আগ্রহ দেখাতেন না রোজ়ার প্রতি। রোজ়া বিষয়টিকে ‘একতরফা’ সম্পর্কের নামও দিয়েছিলেন। তিনি দুঃখ করে বলেছিলেন, “আমি বুঝতে পেরেছিলাম একতরফা সম্পর্ক বেশিদিন টিকিয়ে রাখা যায় না। সম্পর্কটায় একমাত্র আমিই ছিলাম পড়ে। সইফের মনে হয় মন উঠে গিয়েছিল। তাই বেরিয়ে আসি বাধ্য হয়ে।”

রোজ়া কাতালানোর সঙ্গে সইফের সম্পর্ক ভাঙার জন্য অনেকে করিনা কাপুর খানকে দায়ী করেন। তবে সইফ জানিয়েছিলেন, রোজ়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পরই নাকি করিনার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল তাঁর। এর জন্য কোনওভাবেই করিনা দায়ী নন।

রোজ়াকে অতীতের পাতায় ফেলে রেখে সইফ করিনাকে বিয়ে করেন কয়েক বছর পরে। হাতে করিনার নামের ট্যাটুও করিয়েছেন সইফ। তাঁদের এখন সাজানো সংসার। দুই সন্তানের জন্মও দিয়েছেন এই বিখ্যাত দম্পতি–তৈমুর ও জেহ। আর রোজ়া? তিনি সত্যিই এখন ইতিহাসের পাতায়…।