স্বস্তিকা উত্তরবঙ্গে, সোশ্যাল মিডিয়ায় আদরের ছবি শেয়ার করে কী লিখলেন শোভন?

Mar 21, 2021 | 1:48 PM

স্বস্তিকা কাছে নেই। তাই কি খানিক মন খারাপ তাঁর? ইনস্টাগ্রাম অন্তত সে রকমই ইঙ্গিত দিচ্ছে।

স্বস্তিকা উত্তরবঙ্গে, সোশ্যাল মিডিয়ায় আদরের ছবি শেয়ার করে কী লিখলেন শোভন?
স্বস্তিকা-শোভন।

Follow Us

ধারাবাহিকের শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে উড়ে গিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। পায়ের ব্যথা সারিয়ে আপাতত তাঁর দিন কয়েকের শিডিউল সেখানেই। অন্যদিকে স্বস্তিকার বিশেষ বন্ধু শোভন গঙ্গোপাধ্যায় রয়েছেন কলকাতাতেই। স্বস্তিকা কাছে নেই। তাই কি খানিক মন খারাপ তাঁর? ইনস্টাগ্রাম অন্তত সে রকমই ইঙ্গিত দিচ্ছে।

ইনস্টাগ্রামে স্বস্তিকার সঙ্গে আদরের ছবি পোস্ট করে শোভন লিখেছেন, “যেখানেই তুমি যাও না কেন আশা করছি এঞ্জেলরা সবসময় তোমার সঙ্গে থাকবে। তোমার নিরাপদে পরিবারের মানুষদের কাছে পৌঁছে দেবে ঠিক।” উত্তরে স্বস্তিকা লিখেছেন, “এই হাসি আবার ফিরে আসবে।” বোঝাই যাচ্ছে, বিচ্ছেদ বেদনায় কাতর দু’জনে। কিন্তু কাজকেও তো আর বাদ দেওয়া যায়না। অতঃপর চরম প্রতীক্ষা।

শোভন এবং স্বস্তিকার প্রেম নিয়ে এই কয়েক মাস আগেও উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। রটেছিল নানা ফেক নিউজও। ফেব্রুয়ারির শেষে সোশ্যাল মিডিয়ায় শোভনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। লাল পাঞ্জাবিতে শোভন আর শাড়িতে তিনি। হাসি-হাসি মুখ, স্বস্তিকার হাত ছুঁয়ে যাচ্ছে শোভনের পাঞ্জাবি। ব্যাক গ্রাউন্ডে আলো-আঁধারি কলকাতা যেন ভালবাসার রঙে যোগ করেছে অন্য মাত্রা। শোভনও একই ছবি শেয়ার করেছিলেন তাঁর ফেসবুক প্রোফাইলে। ক্যাপশনে শোভন লিখেছিলেন, “দুই দিয়ে গুন-দ্বিগুণ”। আর স্বস্তিকার ছোট্ট উত্তর, “হ্যাঁ”।

 

কীসের ‘হ্যাঁ’? প্রেম প্রস্তাবের? টিভিনাইন বাংলার কাছে প্রথম বার মুখ খুলেছিলেন স্বস্তিকা। বলেছিলেন, “ছবিটা তোলার সময় শোভন বলল ‘আরে একটু হাস’, তখনই হ্যাঁ বলেছিলাম ওকে।” শুধুই কি হাসিতে সম্মতি? কথাতেই তো বলে, “হাসি তো ফাঁসি”। স্বস্তিকার উত্তর, “ওর সব কিছুতেই হ্যাঁ বলি আমি। তাই এ বারেও হ্যাঁ।”

আর প্রেমে, সেখানেও হ্যাঁ? “ওই যে বলে না তিনটে ম্যাজিকাল শব্দ, কেউ কোনওদিনও বলিনি কাউকে। শোভনের সঙ্গে কথা বলতে ভাল লাগে, ওকে কম সময়ে অনেক বেশি চিনেছি। ওই তথাকথিত প্রস্তাব তো দিইনি কেউ কাউকে। তাই কেউ যদি জিজ্ঞাসা করে প্রেম কবে থেকে শুরু বলতে পারব না। কারণ শোভন আমার প্রেমিক কতটা জানি না, শুধু জানি যদি জীবনে কোনও দিন ফেডআপও হয়ে যাই ওর সঙ্গেই ফেডআপ হতে চাই।”

Next Article