শ্রদ্ধা কাপুর তাঁর ‘বাবু’-র ঘটা করে জন্মদিন করলেন, সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই ছবি

রণজিৎ দে |

Apr 03, 2021 | 2:03 PM

জমে উঠেছিল পার্টি। কেক কাটা, খাওয়া-দাওয়া সবই নিখুঁতভাবে করেছেন শ্রদ্ধা।

শ্রদ্ধা কাপুর তাঁর ‘বাবু’-র ঘটা করে জন্মদিন করলেন, সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই ছবি
শ্রদ্ধা কাপুর

Follow Us

শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা। তাঁর হাতে পর পর ছবি। এত ব্যস্ততা সত্ত্বেও তাঁর ‘বাবু’-র জন্মদিনে পার্টি দিতে ভুললেন না অভিনেত্রী। ভুলবেনই বা কী করে! তাঁর ‘বাবু’ তাঁর যে বড় আদরের। ভীষণ প্রিয়। কে এই নায়িকার ‘বাবু’?

শ্রদ্ধা কাপুরের ‘বাবু’ তাঁর আদরের কুকুর। তাঁর প্রিয় পোষ্য ‘শাইলো’। সদ্যই সে ১০ বছরে পা দিল। আনন্দ আর ধরে না শ্রদ্ধার। শত ব্যস্তাতা সত্ত্বেও তিনি তাঁর ‘শাইলো’-র জন্য বাড়িতে জন্মদিনের পার্টি দিয়েছিলেন। বেশ ধুমধাম করেই হল পোষ্যর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন শ্রদ্ধা। তাঁর সমস্ত মেয়ে-বন্ধুদের ডেকে ছিলেন। বিশাল গার্ল-গ্যাং। মধ্যমণি আদরের ‘শাইলো’। একটা জন্মদিনের পার্টিতে যা যা হয়,কেক কাটা, খাওয়া-দাওয়া সবই নিখুঁতভাবে করেছেন শ্রদ্ধা। পার্টির ছবি পোস্ট করে একটা বড়সড় লেখাও লিখেছেন। শ্রদ্ধা লিখেছেন, “ ১০ বছরের শুভেচ্ছা আমার বাবু! বিশ্বাসই হচ্ছে না ওর ১০ বছর বয়স হয়ে গেল! ও আমার কাছে সেই ছোট্ট আদরের শাইলো হয়েই থাকবে। ও আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছে। পরিবারে ওর মত একজন মিস্টি সদস্য পেয়ে আমরা সত্যি খুব খুশি। ওর প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।”

আরও পড়ুন:স্যাম মানেকশ-র বোয়োপিক নিয়ে ছবি ‘স্যাম বাহাদুর’, মুখ্য চরিত্রে ভিকি কৌশল

শ্রদ্ধার ব্যস্ততা তুঙ্গে। ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘শাইলো’-র জন্মদিন পালন করেই তিনি রওনা দিয়েছেন মুম্বই এয়ারর্পোটের দিকে। তবে তিনি কোনও ছবির শুটিংয়ে গেলেন নাকি বেড়াতে তা অবশ্য জানা যায়নি।শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে লুভ রঞ্জনের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর।

Next Article