‘এই কাজের জন্যই…’, কী কারণে নিজেকে ধন্য মনে করছেন শ্রুতি?
Shruti Das: '২০২৪ আমায় অনেক কিছু দিয়েছে', নিজের সব অনুভূতিই তিনি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন। কথা হচ্ছে অভিনেত্রী শ্রুতি দাসের। ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে তিনি এখন বড় পর্দা, ওয়েব সিরিজের অভিনেত্রী। চলতি বছরেই দুটি নতুন কাজের সুযোগ পেয়েছেন শ্রুতি। নিজের সব স্বপ্ন পূরণের জন্য আরও এক ধাপ এগিয়েছেন নায়িকা।
‘২০২৪ আমায় অনেক কিছু দিয়েছে’, নিজের সব অনুভূতিই তিনি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন। কথা হচ্ছে অভিনেত্রী শ্রুতি দাসের। ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে তিনি এখন বড় পর্দা, ওয়েব সিরিজের অভিনেত্রী। চলতি বছরেই দুটি নতুন কাজের সুযোগ পেয়েছেন শ্রুতি। নিজের সব স্বপ্ন পূরণের জন্য আরও এক ধাপ এগিয়েছেন নায়িকা। তাই বছরের শেষ মাসে এসে সেই মানুষগুলোকে ধন্যবাদ দিতে ভুললেন না শ্রুতি। যাঁদের জন্য নিজের অনেক দিনের স্বপ্ন পূরণ করেছেন। এ দিন ‘রাঙা বউ’-এর লুক সেটের ছবি পোস্ট করে নিজের মনের ঝাঁপি খুললেন শ্রুতি। ২০২৩ সালের শেষ থেকে ২০২৪ সালের মধ্যে জীবনে অনেক ধরনের পরিবর্তন এসেছে। সে কথাই লিখলেন নায়িকা।
শ্রুতি লেখেন, “২০২৩ সালের শেষে সম্প্রচারিত হয়েছিল ‘রাঙা বউ’ সিরিয়ালের শেষ পর্ব। যা আমায় দুটো নতুন সুযোগ এনে দেয়। আমার বস, ডাইনি। যদিও খুব আনন্দের বছর সেটা স্পষ্ট করে বলা যায় না। কারণ, এই বছর মাত্র ১৮ থেকে ২০ দিন আমি শুটিং সেটে ছিলাম। এই বছরটা আমায় আরও মনের জোর দিয়েছে। আরও ইতিবাচক ভাবনা চিন্তা তৈরি হয়েছে আমার। তবে আমায় রোজ না দেখার পরেও যে দর্শক এত ভালবাসা দিয়েছে সেটাই আমার পরম প্রাপ্তি। এত সুযোগের পরেও রাঙা বউ আমার জীবনে সবচেয়ে স্পেশ্যাল হয়ে থাকবে। কারণ, এই কাজের পরেই মা-বাবার জন্য স্বপ্নের বাড়ি কিনতে পেরেছি আমি। “