করোনা-মুক্ত হয়ে ফের শরীর-চর্চায় ডুব দিলেন সিদ্ধান্ত চতুর্বেদী

রণজিৎ দে |

Mar 27, 2021 | 3:20 PM

বেশ কিছুদিন আগে করোনা-আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। তিনি এখন কোভিড নেগেটিভ। ফের শুরু করেছেন শরীর-চর্চা।

করোনা-মুক্ত হয়ে ফের শরীর-চর্চায় ডুব দিলেন সিদ্ধান্ত চতুর্বেদী
সিদ্ধান্ত চতুর্বেদী

Follow Us

বলিউডে একের পর এক তারকারা করোনা আক্রান্ত হচ্ছেন। সদ্যই আমির খান এবং মাধবন কোভিড পজিটিভ হয়েছেন। রণবীর কাপুরের রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে। তিনি এখন করোনা-মুক্ত। এই লিস্টে নাম লেখালেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। তিনি কোভিড নেগেটিভ। তিনি এখন সুস্থ আছেন। ধীরে ধীরে কাজে ফিরছেন। শুটিং শুরু করেননি ঠিকই, কিন্তু ফের শরীর-চর্চায় মন দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঘাম-ঝরানোর ভিডিয়ো পোস্টও করেছেন অভিনেতা।

খুব অল্প দিনের মধ্যেই সিদ্ধান্ত চতুর্বেদী বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। ‘গল্লি বয়’-তে সবার নজর কাড়েন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সিদ্ধান্তের এখন অগণিত ফ্যান। তিনি বরাবরই শরীর-সচেতন। কোভিডের থাবায় শরীর একটু টাল খেয়েছে। গঠনে চিড় ধরেছে। তাই একটু সুস্থ হতেই অভিনেতা সোজা দৌড়েছেন জিমে। শুরু করেছেন শরীর-চর্চা। ঝরাচ্ছেন ঘাম। শরীর-চর্চার একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিদ্ধান্ত লিখেছেন, “নিজের মোটিভেশন নিজেকেই করে নিতে হয়, বাকিরা তো কেবল কমপ্লেক্স দেয়। কোভিডের পর শরীরের হাল খারাপ। কিন্তু কোনও ব্যাপার নয়, আবার করে দেখাবো।” সিদ্ধান্তের শরীর-সৌষ্ঠব চোখে পড়ার মত। খুব শীঘ্রই আবার তিনি তাঁর ‘শেপ’-এ ফিরবেন বলে আশা অভিনেতার।

আরও পড়ুন :একা একাই ‘পাওরি’ ট্রেন্ডে কীভাবে অংশ নিলেন রসিকা?

সিদ্ধান্তের পাইপ লাইনে পর পর ছবি। এপ্রিলেই মুক্তি পাবার কথা ছিল ‘বান্টি আউর বাবলি ২’। রানি মুখোপাধ্যায় এবং সইফ আলি খানের সঙ্গে সিদ্ধান্তও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। কিন্তু নতুন করে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রযোজক ছবির রিলিজ পিছিয়ে দিয়েছে। অনন্যা পান্ডের সঙ্গে পরিচালক সকুন বাত্রার পরের ছবিতে এবং ক্যাটরিনা কাইফ ও ইশান খট্টরের সঙ্গে ‘ফোন ভূত’-এও তাঁকে দেখা যাবে।

Next Article