শুটিংয়ের সময় আহত হলেন সিদ্ধার্থ মালহোত্রা

রণজিৎ দে |

Apr 06, 2021 | 12:51 PM

ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন একটু উঁচু থেকে একটা ঝাঁপ দেওয়ার দৃশ্য ছিল। সেই ঝাঁপ দিতে গিয়েই হাঁটুতে প্রচণ্ড চোট পান সিদ্ধার্থ।

শুটিংয়ের সময় আহত হলেন সিদ্ধার্থ মালহোত্রা
সিদ্ধার্থ মালহোত্রা

Follow Us

এই মুহূর্তে ‘মিশন মজনু’-র শুটিং করছেন সিদ্ধার্থ মালহোত্রা। গোটা টিম এখন লখনউতে। এই ছবির শুটিংয়ের সময়ই আহত হন সিদ্ধার্থ। হাঁটুতে প্রচণ্ড চোট পান। কিন্তু চোট পেলেও শুটিং বন্ধ করতে চাননি অভিনেতা। ওই চোট নিয়েই শুটিং করে গিয়েছেন।

‘মিশন মজনু’ একটি অ্যাকশনধর্মী ছবি। একটা সত্যি ঘটনাকে কেন্দ্র করে এই ছবির গল্প বোনা হয়েছে। যদিও ছবির প্রেক্ষাপট এই সময়ের নয়, বিগত কয়েক বছর আগের। ছবিটি পরিচালনা করছেন শান্তনু বাগচী। প্রযোজনায় রনি স্ক্রুওয়ালা। কয়েকদিন আগে একটি অ্য়াকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই আহন হন সিদ্ধার্থ।

ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন একটু উঁচু থেকে একটা ঝাঁপ দেওয়ার দৃশ্য ছিল। সেই ঝাঁপ দিতে গিয়েই হাঁটুতে প্রচণ্ড চোট পান তিনি। কিন্তু চোট পেয়েও শুটিং বন্ধ করতে চাননি সিদ্ধার্থ। হাঁটুর ক্ষততে কিছুক্ষণ বরফ ঘষার পরই তিনি ফের শুটিং শুরু করে দেন। এবং ওই হাঁটু নিয়েই টানা তিনদিন তিনি শুটিং করে গিয়েছেন। অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন।

আরও পড়ুন :করোনা-মুক্ত হয়ে অজয় দেবগণকে নিয়ে ফের শুটিং শুরু করলেন সঞ্জয় লীলা বনসালী

এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মন্দনা। এই ছবি দিয়েই রশ্মিকার বলিউডে আত্মপ্রকাশ। কয়েকদিন আগেই লখনউতে শুটিংয়ে যোগ গিয়েছেন রশ্মিকা। সেই ছবি সিদ্ধার্থ তাঁর সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন। গতকাল(৫ এপ্রিল) ছিল রশ্মিকার জন্মদিন। সেটেই জন্মদিন পালন করা হয়। সিদ্ধার্থও তাঁর নতুন নায়িকাকে অভিনন্দন জানিয়েছেন।

সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছিল বছর দুই আগে। খুব শীঘ্রই তাঁকে ‘শেরশাহ’ এবং ‘থ্যাঙ্ক গড’-এ দেখা যাবে।

Next Article