সদ্যই করোনা-মুক্ত হয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনসালী। করোনা-মুক্ত হয়েও বেশ কিছুদিন তিনি আইসোলেশনেই ছিলেন। নিজের অফিসেই থাকছিলেন তিনি। অবশেষে তিনি শুটিং শুরু করলেন ‘গাঙ্গুবাঈ’-এর।
‘গাঙ্গুবাঈ’-এর শুটিং করতে করতেই পরিচালক করনোয় আক্রান্ত হন। স্বাভাবিকভাবেই শুটিং বন্ধ করে দিতে হয়। ১৪ দিনের ‘বনবাস’ কাটিয়ে বনসালী ফের শুটিং শুরু করলেন। ছবিতে অজয় দেবগণ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। খুব বেশি দিনের কাজ নয়। মাত্র একদিনের কাজ বাকি ছিল। অজয় দেবগণকে নিয়ে সেই বাকি কাজ শেষ করলেন পরিচালক। তবে এই মুহূর্তে তিনি শুটিং পুরোপুরি শেষ করতে পারবেন না। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন যিনি সেই আলিয়া ভাট এখন করোনায় আক্রান্ত। আলিয়াকে ছাড়া শুটিং শেষ করা সম্ভব নয়।
বেশ অনেক বছর পর আবার একসঙ্গে কাজ করলেন বনসালী এবং অজয় দেবগণ। শেষ তাঁরা কাজ করেছিলেন ‘হাম দিল দে চুকে সনম’-এ। এরপর তাঁরা আর কাজ করেননি। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ‘গাঙ্গুবাঈ’-তে ফের একসঙ্গে কাজ করে পরিচালক এতটাই খুশি যে তিনি অজয় দেবগণের চরিত্র বাড়িয়ে দিয়েছেন। শোনা যায়, ‘বাজিরাও মস্তানি’ করার সময় বনসালী অজয়কে অফাক করেছিলেন। কিন্তু অজয় তখন সদ্য ‘তানাজী’-র শুটিং শেষ করায় একইরকম চরিত্রে তিনি আর অভিনয় করতে চাননি।
আরও পড়ুন :ফের প্রযোজকের ভূমিকায় জন আব্রাহাম
সঞ্জয় লীলা বনসালী ‘গাঙ্গুবাঈ’-এর কাজ শেষ করেই তিনি তাঁর প্রথম ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। অজয় দেবগণ এই মুহূর্তে ‘ময়দান’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তিনি শুধু অভিনয় করছেন না, পরিচালনাও করছেন।