‘বিগ বুল’ দেখার একটি মাত্র কারণ বলুন? অভিষেকের উত্তরে ধরাশায়ী নেটিজেন!

শুভঙ্কর চক্রবর্তী |

Apr 05, 2021 | 9:32 PM

সাক্ষাৎকারে অভিষেক তাঁর অভিনীত চরিত্র প্রসঙ্গে বলেন, “হেমন্ত শাহ, আমার চরিত্র একজন ত্রুটিপুর্ণ একজন মানুষ। আমি জানি না, আমি পুরোপুরিভাবে সমর্থন করি কি না এই তথ্যটিকে যে বিষয়ের উপরে লেখকের নৈতিক দায়িত্ব ছিল কি না।

বিগ বুল’ দেখার একটি মাত্র কারণ বলুন? অভিষেকের উত্তরে ধরাশায়ী নেটিজেন!
অভিষেক।

Follow Us

‘দ্য বিগ বুল’-এ তাঁর অভিনীত চরিত্রটিকে গৌরবন্বিত করা হয়নি বা তাঁকে হোয়াইটওয়াশও করা হয়নি, দাবি করেন অভিষেক ‘হর্ষদ’ বচ্চন। প্রতীক গান্ধী অভিনীত ‘স্ক্যাম ১৯৯২’র সঙ্গে সাদৃশ্য রয়েছে অভিষেক অভিনীত ‘দ্য বিগ বুল’-এ। তা সে চরিত্রের লুক থেকে সিন। এবং সে কারণে নেটিজেনের মন্তব্য ‘স্ক্যাম ১৯৯২’ দেখে ফেলেছি, ‘দ্য বিগ বুল’ দেখার একটি মাত্র কারণ বলুন।’ প্রশ্নবাণটি ছোড়া হয়েছে যাঁর দিকে তিনি স্বয়ং অভিষেক বচ্চন। তবে কোনও ভাবেই সে প্রশ্ন এড়িয়ে যাননি জুনিয়র বচ্চন। সটান উত্তর দিলেন অভিষেক। লিখলেন, ‘আমি আছি বলে’।

 

আরও পড়ুন মনোনয়ন পেশ বাবার, পাশে মেয়ে, এবার কি সক্রিয় রাজনীতিতে দেবলীনা?

 

 

বুদ্ধিদীপ্ত রিপ্লাইয়ের পরে, একের পর এক কমেন্ট পড়েছে পোস্টে। একজন লিখেছেন, এর পর তো দেখতেই হবে। আরেকজন লিখেছেন, আপনার বুদ্ধিদীপ্ত উত্তর ভীষণ পছন্দ হয়েছে, কত কিছু শেখার রয়েছে।

 

 

কুকি গুলাটি পরিচালিত, ‘দ্য বিগ বুল’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। হর্ষদ মেহতা বিতর্কিত স্টকব্রোকারের জীবন থেকে অনুপ্রাণিত ছবির গল্পে রয়েছেন নিকিতা দত্ত, এলিয়ানা ডি’ক্রুজ, রাম কাপুর এবং সোহম শাহ। কোভিড-১৯ এর কারণে ‘দ্য বিগ বুল’ ৮ এপ্রিল ডিজনি+হটস্টারে মুক্তি পাচ্ছে।

এক সাক্ষাৎকারে অভিষেক তাঁর অভিনীত চরিত্র প্রসঙ্গে বলেন, “হেমন্ত শাহ, আমার চরিত্র একজন ত্রুটিপুর্ণ একজন মানুষ। আমি জানি না, আমি পুরোপুরিভাবে সমর্থন করি কি না এই তথ্যটিকে যে বিষয়ের উপরে লেখকের নৈতিক দায়িত্ব ছিল কি না। তাঁরা গল্পকার এবং তাদের নৈতিকতা নিয়ে বিরক্ত করা উচিত নয়। যখন আমরা—প্রযোজক, অভিনেতা এবং পরিচালক এ বিষয়ে পদক্ষেপ নিই, তখনই নৈতিক দায়িত্ব চলে আসে।”

Next Article