রাসবিহারী কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী দেবাশিস কুমার, আর মেয়ে দেবলীনা ‘দিদি’র ডাই হার্ড ফ্যান। তাই ‘ড্যাডিজ গার্ল’ দেবলীনা যে বাবার হয়ে প্রচারে নামবেন তা বলার অপেক্ষা রাখে না। এবং তা হয়েওছে। দু’দিন বাবার সঙ্গে নির্বাচনী প্রচারে হেঁটেছেন। আর আজ দেবাশিস কুমার করলেন মনোনয়ন পেশ আর তাঁর পাশে ছিলেন মেয়ে দেবলীনা। সাদা সালোয়ার, নীল ওড়না, চোখে সানগ্লাস, মুখে মাস্ক পরে বাবার পাশে হাঁটলেন দেবলীনা। ছবি তুলে পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন ক্যান্সারে আক্রান্ত স্ত্রী, হাতে গোলাপি ড্রেস নিয়ে কার বার্থডে সেলিব্রেট করছেন অনুপম?
ফোনে তাঁকে ধরার পর তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে কি এবার আপনিও বাবার মতো সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন? দেবলীনার উত্তর, “কর্পোরেশন নির্বাচনীর সময়ে বাবার হয়ে কিন্তু প্রচারে হেঁটেছি, এমনকি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কালচারাল সেক্রেটারিও ছিলাম। রাজনীতিতে আমি বরবার ছিলাম, তবে লাইমলাইটে থাকিনি।” এখানেই থামেননি অভিনেত্রী, তিনি বললেন, “এবার যদি বলেন সেলিব্রিটি হওয়ার পর রাজনীতিতে যোগ দেব কি না, তাহলে বলব আমি এখনও ঠিক করিনি। তবে একজন নেতা সক্রিয় রাজনীতিতে এসে করেন, তা মঞ্চে উটে বক্তৃতা দেওয়া হোক, কিংবা মানুষের জন্য কাজ তা আমি করেছি।”
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এক হাত নিয়েছিলে দেবলীনা। ভাইরাল হয়ে যাওয়া দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার গাড়ি বেশ কিছু ছবি শেয়ার করে দেবলীনা লেখেন, ‘বাংলার মেয়ে আগে পায়ে হেঁটে ঘুরতেন, আহত হওয়ার পর হুইলচেয়ারে ঘোরেন। আর এনাদের ভ্যানিটি ভ্যান ছাড়া চলে না। আসলে অনেক অভিনেতা-অভিনেত্রীরা সবে গেরুয়া শিবিরে জয়েন করছে তো, তাঁদের দেখেই বোধ হয় ইন্সপায়ার্ড।’