AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিওয়ালি পার্টিতে হার্ট অ্যাটাক! প্রয়াত জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডন

নিজের গানে নিজেই সুর দিতেন। সোশাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় ছিলেন ঋষভ ট্যান্ডন। তবে শুধুই গান নয়, সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। ফকির -লিভিং লিমিটলেস এবং রশনা ছবিতে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এমনকী, কয়েকদিনের মধ্যে বিদেশে পারফর্ম করার কথা ছিল ঋষভের।

দিওয়ালি পার্টিতে হার্ট অ্যাটাক! প্রয়াত জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডন
| Updated on: Oct 22, 2025 | 3:08 PM
Share

আসরানির মৃত্য়ুর শোক কাটতে না কাটতেই ফের বিনোদন জগতে মন খারাপের খবর। প্রয়াত জনপ্রিয় গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। দিল্লিতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়ক। বয়স হয়েছিল ৩৫।

জানা গিয়েছে, মুম্বই থেকে দিল্লিতে নিজের পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে গিয়েছিলেন ঋষভ। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন গায়ক।

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন ঋষভ। নিজের গানে নিজেই সুর দিতেন। সোশাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় ছিলেন ঋষভ ট্যান্ডন। তবে শুধুই গান নয়, সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। ফকির -লিভিং লিমিটলেস এবং রশনা ছবিতে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এমনকী, কয়েকদিনের মধ্যে বিদেশে পারফর্ম করার কথা ছিল ঋষভের। তবে তার আগেই সব শেষ।

গায়কের পরিবারের তরফ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, এই মুহূর্তে ঘরের ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল। তাঁদের ব্যক্তিগণ জীবনকে নিয়ে যেন কাঁটাছেড়া না হয় সংবাদমাধ্যমকে। এমনই অনুরোধ করেছেন গায়কের পরিবারের লোকজন।

কয়েক মাস আগেই অকালে চলে গিয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। আর এবার ঋষভ। পর পর দুই গায়ককে হারিয়ে বিনোদুনিয়ায় শোকের ছায়া।