‘মায়ের বাড়ি থেকে অ্যাওয়ার্ড পেলাম’, মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়ে বলছেন আশা ভোঁসলে

Sohini chakrabarty |

Mar 25, 2021 | 10:02 PM

এর আগে আশাজি 'দাদাসাহেব ফালকে' এবং 'পদ্ম বিভূষণ' সম্মানও পেয়েছেন।

মায়ের বাড়ি থেকে অ্যাওয়ার্ড পেলাম, মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়ে বলছেন আশা ভোঁসলে
প্রায় ২০টি ভাষায় গান গাইতে দক্ষ আশা ভোঁসলে একসময় অসংখ্য বাংলা গানও গেয়েছে।

Follow Us

ফের নতুন খেতাব পেলেন আশা ভোঁসলে। বর্ষীয়ান সঙ্গীতশিল্পীকে মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করেছে মারাঠা সরকার। বলিউডের ‘মোস্ট ভার্সেটাইল সিঙ্গার’ এ যাবৎ অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে ‘মহারাষ্ট্র ভূষণ’ তাঁর কাছে একদম আলাদা। আশাজি বলেছেন, “আমার খুব আনন্দ হচ্ছে। এতদিন অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। তবে এটা একদম আলাদা। মায়কা থেকে অর্থাৎ মায়ের বাড়ি থেকে অ্যাওয়ার্ড পেলাম।” টুইট করেও আশা ভোঁসলে লিখেছেন, “মহারাষ্ট্রবাসীর কাছে আমি কৃতজ্ঞ। রাজ্যের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে আমায়। আমিই সত্যিই অন্তর থেকে কৃতজ্ঞ। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।”

এদিন সুখবর পাওয়ার পর নাতনি জানাই ভোঁসলের সঙ্গে সেলিব্রেশনেও মেতেছিলেন আশাজি। কেক কাটেন তিনি। টেবিলে সাজানো ছিল মিষ্টিপ্রেমী গায়িকার পছন্দের লাড্ডু-জিলিপি। মহারাষ্ট্র সরকারের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে যে ২০২০ সালের জন্য ‘মহারাষ্ট্র ভূষণ’ অ্যাওয়ার্ড পেতে চলেছেন সকলের প্রিয় আশা তাই (মারাঠিতে তাই শব্দের অর্থ দিদি)। মঙ্গেশকর পরিবারে আশাজি দ্বিতীয়, যিনি এই সম্মান পাচ্ছেন। এর আগে লতা মঙ্গেশকর ১৯৯৭ সালে ‘মহারাষ্ট্র ভূষণ’ অ্যাওয়ার্ড পেয়েছেন। আশা ভোঁসলের আগে লেখক পি এল দেশপাণ্ডেও এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

এর আগে আশাজি ‘দাদাসাহেব ফালকে’ এবং ‘পদ্ম বিভূষণ’ সম্মানও পেয়েছেন। ১৯৪৮ সালে হংসরাজ বহেল- এর ‘চুনারিয়া’ ছবিতে ‘সাওয়ান আয়া’ গান গেয়ে বলিউডে ডেভিউ করেছিলেন আশা ভোঁসলে। ২০১১ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস- এর তরফেও সম্মান পেয়েছেন তিনি। সবচেয়ে বেশিবার শিল্পী হিসেবে তাঁকে রেকর্ড করা হয়েছে— এই ক্যাটেগরিতে রেকর্ড গড়েছেন আশাজি। প্রায় ২০টি ভাষায় গান গাইতে দক্ষ আশা ভোঁসলে একসময় অসংখ্য বাংলা গানও গেয়েছে। এছাড়াও ক্ল্যাসিকাল মিউজিক, লোকগান, কাওয়ালি— সবেতেই সমান দক্ষ তিনি।

Next Article