‘তওবা তওবা’ হুকস্টেপে আশা ভোঁসলের নাচ, ভিডিয়ো দেখে এক ভক্ত লিখলেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 30, 2024 | 8:03 PM

পরনে সাদা শাড়ি। চোখে রোদচশমা। ২০২৪ সালের অন্যতম হিট গানে তাল মেলাচ্ছেন ৯১ বছরের আশা ভোঁসলে। বছর শেষে নেটপাড়ায় গায়িকার ছবি দেখে রীতিমতো হাঁ শ্রোতারা। চলতি বছরে ভিকি কৌশলের 'ব্য়াড নিউজ' ছবির অন্যতম হিট গান 'তওবা তওবা'।

তওবা তওবা হুকস্টেপে আশা ভোঁসলের নাচ, ভিডিয়ো দেখে এক ভক্ত লিখলেন...

Follow Us

পরনে সাদা শাড়ি। চোখে রোদচশমা। ২০২৪ সালের অন্যতম হিট গানে তাল মেলাচ্ছেন ৯১ বছরের আশা ভোঁসলে। বছর শেষে নেটপাড়ায় গায়িকার ছবি দেখে রীতিমতো হাঁ শ্রোতারা। চলতি বছরে ভিকি কৌশলের ‘ব্য়াড নিউজ’ ছবির অন্যতম হিট গান ‘তওবা তওবা’। গানের সঙ্গে সঙ্গে ছবির হুক স্টেপও হয়েছিল ভাইরাল। ইনস্টাগ্রামের রিল ভিডিয়ো থেকে যে কোনও পার্টিতে সারা বছর সব জায়গায় বেজেছে এই একটাই গান। এবার সেই হুক স্টেপেই মাতলেন বর্ষীয়ান গায়িকা। সোমবার, ৩০ ডিসেম্বর দুবাইয়ের একটি কনসার্টের ভিডিয়ো দেখা গিয়েছে সমাজমাধ্যমের পাতায়। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে সাদা শাড়ি পরে পারফর্ম করছেন গায়িকা। করণ আঁজলার গাওয়া গান গাইবার পাশাপাশি হুক স্টেপও করছেন। যা দেখে রীতিমতো মুগ্ধ তাঁর শ্রোতারা। তাঁর স্টেপ দেখে উত্তেজনায় ফেটে পড়েন তাঁরা।

সমাজমাধ্যমের পাতায়ও গায়িকার গান শুনে রীতিমতো চমকে গিয়েছেন তাঁর শ্রোতারা। এক ব্যক্তি লেখেন, ‘২০২৪ সালের আমার বিঙ্গো কার্ডে মোটেও এটা ছিল না যে আমি আশা ভোঁসলেকে খালি তওবা তওবা গাইতে শুনব সেটাই নয়, তাতে নাচতেও দেখব। লিজেন্ডারি।’ আরেকজন লেখেন, ‘ওমা কী মিষ্টি করে নাচলেন!’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘ভুললে হবে না উনি যা করছেন সবটাই ৯১ বছর বয়সে। আমি ৬০ বছর বয়সী এমন অনেক লোককে চিনি যাঁরা ওই বয়সে ঠিক ভাবে হাঁটতেও পারেন না। আর এদিকে উনি সবটা কী দারুণ ভাবে করছেন। সত্যিই যেন রানি!’

 

গায়িকার ভিডিয়ো দেখে করণ আঁজলা লেখেন, “সঙ্গীতের জীবিত ঈশ্বর আশা ভোঁসলে জি তওবা তওবা গাইলেন। যে গানটি একটা আদ্যোপান্ত ছোট্ট গ্রামে বড় হয়েছে, কোনও সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড নেই, সঙ্গীতের কোনও যন্ত্রের জ্ঞান নেই এমন একজন লিখেছেন, এমন একজন সুর দিয়েছে যার কোনও বাদ্যযন্ত্র বাজানোর অভিজ্ঞতা নেই। এই গানটা প্রচুর ভালোবাসা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে ভক্তদের মধ্যে তো বটেই, সঙ্গীত শিল্পীদের মধ্যেই। কিন্তু এই মুহূর্তটা সত্যিই আইকনিক। আর আমি কখনই ভুলব না। আমি খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ওঁকে। এটা আমায় সত্যিই অনুপ্রেরণা জোগাল আরও এমন গান বানানোর জন্য।'”

Next Article