চোট পাওয়া পা নিয়ে লাফিয়ে-লাফিয়ে মঞ্চে পারফর্ম করতে পারেন তিনি। তাঁর ক্লান্তি আসে না একচুলও। তিনি ইমন চক্রবর্তী। যিনি প্রথম প্লেব্যাকেই ঝড় তুলে দিয়েছিলেন। ‘প্রাক্তন’ ছবিতে ‘তুমি যাকে ভালবাসো’ গেয়ে দর্শকমনে পাকাপোক্ত আসন দখল করে রেখেছেন বর্তমান সময়ের এই বাঙালি গায়িকা। পশুপ্রেমী ইমন জীবনকে উপভোগ করতে পারেন। তা করতে তাঁর ক্লান্তি নেই। কাছের মানুষদের তিনি কৃতজ্ঞতা জানাতেও ভোলেন না। এই তো! তাঁর পোস্টেই প্রমাণ।
শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন ইমন। তাঁকে সাজাচ্ছিলেন অনেকে মিলে। তাঁরাই রূপটানের দায়িত্বে আছেন ইমনের। তাঁদের উদ্দেশে আবেগঘন পোস্ট করেছেন ইমন। দীর্ঘ পোস্টে ইমন লিখেছেন, “একটা শুটের জন্য অনেক-অনেক সময় ধরে তৈরি হতে হয়। কিন্তু আমাকে ঘিরে থাকেন দারুণ কিছু মানুষ। তাঁরই আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই দেখভাল করেন। ফলে আমাকে আর সে সব নিয়ে একদমই মাথা ঘামাতে হয় না। আমার রূপসজ্জা শিল্পী, কেশসজ্জা শিল্পী, পোশাক শিল্পীদের চিৎকার করে ধন্যবাদ জানাতে চাই। তোমাদের সকলকে আমি ভীষণ ভালবাসি।”