অভিনেত্রী (যাদবপুরের প্রাক্তন সাংসদ) মিমি চক্রবর্তী সিঙ্গল। সকলেই জানেন সেই কথা। মাঝে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক, তুরস্কের লাইন প্রোডিউসারের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বটে। তবে সে সব অতীত! সাজানো অ্যাপার্টমেন্টে একাই থাকে ‘গানের ওপারে’-র পুপে। জলাইগুড়ির লড়াকু মেয়েটা কোনওদিনও হারতে শেখেননি। সিঙ্গলহুড উপভোগ করেন নিজের শর্ত মেনে। তাই সপ্তাহান্তটাও নিজের শর্তে সাজিয়ে নিয়েছেন মিমি।
আজ শনিবার (২০ জুলাই)। আদরে ভাসলেন মিমি। কে আদর করলেন মিমিকে? সব ছবি তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, “আমার সপ্তাহান্তের প্ল্যান।” কী আছে ছবিতে? মিমি ও তাঁর পোষ্যরা। মিমির বাড়িতে তিনি ছাড়াও রাজত্ব করেন তাঁর মিষ্টি-মিষ্টি সারমেয়রা।
সারমেয়দের সন্তানের জায়গা দিয়েছেন মিমি। তাঁর একাকীত্ব দূর করা, মন ভাল করার এরাই হল সঙ্গী। ফলে একটু সময় পেলেই মিমি মেতে ওঠেন তাঁর চারপেয়ে বাচ্চাদের সঙ্গে। সাইবেরিয়ান হাস্কি থেকে শুরু করে ল্যাব্রেডর–নানা প্রজাতির কুকুরের যত্ন নেন মিমি। তাঁরাই দিনভর মিমিকে সঙ্গ দিচ্ছে শনিবার। মিমির মুখে-চোখে চেপেপুটে দিচ্ছে।
দেখুন: