মঙ্গলবার রাতে সঙ্গীতশিল্পী শানের আবাসনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। যে খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় চারিদিকে। সকলের মুখে ছিল একটাই প্রশ্ন। সঙ্গীতশিল্পী সুস্থ আছেন তো? অবশেষে অগ্নিকাণ্ড বিষয়ে মুখ খুললেন গায়ক। কী বলেন শান? বলিসূত্রে খবর, “রাত সাড়ে ১২টার দিকে সপ্তম তলায় আগুন লাগে।
আমরা তখন ঘুমোচ্ছিলাম। রাত ১টার দিকে ঘুম ভাঙে। তখন ৭তলা ও নিচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষ তখন নিচে নেমে গিয়েছিলেন। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল, এদিকে ছাদে তখন তালাবন্ধ। আবার ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা ১৪ তলায় আমাদের প্রতিবেশী, মিসেস কাজীর বাড়িতে আশ্রয় নিই। দুর্ভাগ্যবশত, ওঁরাও আটকে গিয়েছিলেন। আমরা প্রায় ৪০ মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকলকর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যান।”
সেই সঙ্গে গায়ক আরও যোগ করেন, “আগুনে সপ্তম তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। ষষ্ঠ ও অষ্টম তলা আংশিক পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের বাড়িও ঠিক আছে। আমরাও ঠিক আছি।” উল্লেখ্য, এ দিন অর্থাত্ মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের মুম্বইয়ে শানের বান্দ্রার অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে আগুন লেগে গিয়েছে বলে শোনা গিয়েছে। ফ্ল্যাটের জানালা দিয়ে কালো ঘন ধোঁয়া বের হতে দেখা যায় দূর থেকে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর এমনটাই। কী ভাবে আগুন লেগেছে? কী কী ক্ষতি হয়েছে? তা অবশ্য জানা যায়নি।