AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ন্যূনতম সম্মান দেখানো না হয়…’, ‘দ্য একেন’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন সিধু

দর্শক তারিয়ে-তারিয়ে উপভোগ করছেন ছবি। আর সেই জমজমাট থ্রিলারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছে সেই চেনা গান-সুর-কণ্ঠস্বর। 'দ্য একেন' সিরিজের টাইটেল ট্র্যাক। যে গানটি গেয়েছিলেন 'ক্যাকটাস স্টার' সিধু।

'ন্যূনতম সম্মান দেখানো না হয়...', 'দ্য একেন' নিয়ে ক্ষোভ উগরে দিলেন সিধু
| Edited By: | Updated on: May 22, 2025 | 3:19 PM
Share

সদ্য মুক্তি পেয়েছে বাংলার অন্যতম জনপ্রিয় গোয়েন্দা গল্প নির্ভর ছবি ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। রমরমিয়ে চলছে তা প্রেক্ষাগৃহে। প্রথম সপ্তাহের তিনদিনই হাউসফুল। গল্পে এবার বেনারসে বিভীষিকা। সিনেমায় টানটান উত্তেজনা। দর্শক তারিয়ে-তারিয়ে উপভোগ করছেন ছবি। আর সেই জমজমাট থ্রিলারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছে সেই চেনা গান-সুর-কণ্ঠস্বর। ‘দ্য একেন’ সিরিজের টাইটেল ট্র্যাক। যে গানটি গেয়েছিলেন ‘ক্যাকটাস স্টার’ সিধু। অথচ প্রিমিয়ারে আমন্ত্রণ পেলেন না গায়ক। ঘনিষ্ঠ মহলে এই বিষয় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

TV9 বাংলার তরফে সিধুর সঙ্গে এই মর্মে যোগাযোগ করা হলে, তিনি অত্যন্ত বিরক্তি নিয়ে বলেন, “একেন সিরিজের প্রথম ছবির জন্যে গানটা করেছিলাম। তারপর একাধিক ছবিতে সেই গান ব্যবহার হয়েছে। সে কথা আমাকে আলাদা করে জানাতে হবে, এমনটা নয়। কিন্তু নতুন ছবিতেও যখন সেই একই গান রয়েছে, তখন প্রিমিয়ারের জন্যে একটা ফোন পাব, আশা করেছিলাম। প্রযোজকেরা জানেন, আমি গানটা করেছি, পরিচালক বা দ্য একেন টিমের সকলে জানেন গানটা আমার। সেখানে আমায় অন্তত আমন্ত্রণ করা হবে, এটুকু সৌজন্য কি আশা করতে পারি না!”

এখানেই শেষ নয়। কথায় বলে ইন্ডাস্ট্রি একটা পরিবারের মতো। সেই সূত্রে সিধু বলেন, “এই ঘটনা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার মনে আশঙ্কা তৈরি করেছে। যে গানটা গেয়েছিলাম, সেটা হিট, সকলেই জানেন। শিল্পীদের যদি ন্যূনতম সম্মান দেখানো না হয়, তাহলে ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়েই প্রশ্ন ওঠে।”

সিধু ক্ষোভ উগরে দেওয়ার পর অবশ্য প্রযোজনা সংস্থার তরফে তাঁকে ফোন করা হয়েছে। বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ছবির পরিচালক।