তুলসী হয়ে ফিরছেন স্মৃতি ইরানি, কবে থেকে দেখা যাবে নতুন ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’?
সালটা ২০০০। ভারতীয় টেলিভিশনে নতুন বিপ্লব আনলেন প্রযোজক একতা কাপুর। মেগা টেলি শোপের দুনিয়ায় নতুন ঝড়। ছোটপর্দায় যাঁর এন্ট্রিতেই ড্রয়িংরুমে হইচই। হ্যাঁ, কিঁউকি সাস ভি কভি বহু থি।

সালটা ২০০০। ভারতীয় টেলিভিশনে নতুন বিপ্লব আনলেন প্রযোজক একতা কাপুর। মেগা টেলি শোপের দুনিয়ায় নতুন ঝড়। ছোটপর্দায় যাঁর এন্ট্রিতেই ড্রয়িংরুমে হইচই। হ্যাঁ, কিঁউকি সাস ভি কভি বহু থি। তুলসী চরিত্রে স্মৃতি ইরানি হয়ে উঠলেন প্রত্যেক সংসারের নতুন মুখ। আর ধারাবাহিক রেকর্ড গড়ল। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার নতুন রূপে, নতুন ভাবে ফিরছেন সেই তুলসী ওরফে স্মৃতি ইরানি। ফিরছে কিঁউ কি সাস ভি কভি বহু থি নতুন ভার্সান।
নতুন এই কিঁউকি… একেবারে পরিণত রূপ। বরং এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আসতে চলেছে। ট্রেলার প্রকাশ্যে আসতেই পুরনো অবতারে স্মৃতিকে দেখা গেলেও, শোনা যাচ্ছে এবারের গল্প এই যুগের মতো করেই পরিবেশিত হবে।
কবে থেকে ছোটপর্দায় আসছে নতুন আঙ্গিকে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’? চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে আগামী ২৯ জুলাই, রাত ১০.৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’।
View this post on Instagram
