Kangana Ranaut controversy: অন্যের সমালোচনা বন্ধ করে নিজের কাজে দিন মন, কঙ্গনাকে কেন এই পরামর্শ নেটিজ়েনদের?
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
May 23, 2022 | 11:28 PM
Kangana Ranaut controversy: কঙ্গনা নানা সময়ে তাঁর সহশিল্পীদের নানা কটু মন্তব্যে বিব্রত করেন। কয়েকদিন আগে আলিয়ার গাঙ্গুবাঈ ছবির সময়ও তাঁর সম্পর্কে নানা মন্তব্য করেন। এবার তাঁর ছবি ‘ধাকড়’ বক্স অফিসে ধরাশাহী।
1 / 6
বলিউডে কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক। তিনি সহশিল্পীদের নিয়ে নানা কটু মন্তব্য করতে থাকেন। আলিয়াকে গাঙ্গুবাঈ ছবির সময় নানা মন্তব্য শুনতে হয়েছে। পরিবারতন্ত্রের জেরেই তিনি কাজ বলেও অভিযোগ করেন।
2 / 6
হৃত্বিক রোশন আর তাঁর সম্পর্ক নিয়ে যে পরিমাণ কাঁদা ছোঁড়াছুড়ি হয়েছে, সেই নতুন করে বলার কিছু নেই।
3 / 6
করণ জোহরও বাদ যাননি কঙ্গনার তির্যক মন্তব্যের হাত থেকে। তাঁকে স্বজনপ্রীতির পতাকাবাহী বলে সম্বোধন করেন কঙ্গনা।
4 / 6
কৃষক আন্দোলন নিয়ে দিলজিৎ দোসানের সঙ্গে টুইটার যুদ্ধ চলে কঙ্গনার। দিলজিৎকে করণের পোষ্য বলে সম্বোধন করেন। গায়কৃঅভিনেতার পাল্টা জবাব ছিল, কঙ্গনা যাঁদের সঙ্গে কাজ করেন, তাঁদের সকলের পোষ্য কি তিনি?
5 / 6
তাপসী পান্নুর সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলে। কঙ্গনা বি-গ্রেট অভিনেত্রী বলে তাপসীকে।
6 / 6
লক-আপ রিয়্যালিটি শোয়ের পর পায়েল রোহতাগির সঙ্গেও কঙ্গনার সম্পর্ক খারাপ হয়। তাঁর ধাকড় যাতে ফ্লপ করে প্রার্থনা করেছিলেন পায়েল। বাস্তবে সত্যি ফ্লপ ছবি। এবার সকলের বক্তব্য অন্যের কাজের সমালোচনা ছেড়ে নিজের কাজে মন দিন কঙ্গনা। কারণ তাঁর শেষ পাঁচটি ছবিই ফ্লপ।