‘আমার ছেলেকে ফুসলিয়ে…’, করিনার দিকে কি আঙুল তুলেছিলেন তাঁর শাশুড়ি শর্মিলা?

Sneha Sengupta |

Apr 08, 2024 | 11:10 AM

Sharmila-Kareena-Saif: একবার এক রেডিয়ো শোতে করিনা কাপুর খান তাঁর শাশুড়ি মা শর্মিলা ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, তাঁর তিন সন্তানের মধ্যে সবচেয়ে জেদি এবং কঠোর সন্তান কে? করিনা নিশ্চিত ছিলেন শর্মিলা নাম করবেন পুত্র সইফ আলি খানের। বিস্ফোরক কথা বলেছিলেন তিনি।

আমার ছেলেকে ফুসলিয়ে..., করিনার দিকে কি আঙুল তুলেছিলেন তাঁর শাশুড়ি শর্মিলা?
সইফ-করিনা-শর্মিলা।

Follow Us

তিন সন্তানের মা শর্মিলা ঠাকুর। তাঁর তিন সন্তান এখন অনেক বড় হয়ে গিয়েছেন। তাঁরা বাবা-মাও হয়ে গিয়েছেন। সইফ আলি খান সোহা, আলি খান এবং সাবা আলি খান। সাইফ এবং সোহাকে অনেকেই চেনেন অভিনেতা হিসেবে। কিন্তু সাবা চিরকালই লাইমলাইট থেকে দূরে। একবার এক রেডিয়ো শোতে করিনা কাপুর খান তাঁর শাশুড়ি মা শর্মিলা ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, তাঁর তিন সন্তানের মধ্যে সবচেয়ে জেদি এবং কঠোর সন্তান কে? করিনা নিশ্চিত ছিলেন শর্মিলা নাম করবেন পুত্র সইফ আলি খানের। কিন্তু অবাক করা উত্তর দিয়েছিলেন শর্মিলা।

তা হলে কি সোহা এবং সাবার মধ্যে কেউ একজন প্রচণ্ড জেদি? একদমই তাই। শর্মিলা ঠাকুর সইফ আলি খানের নাম করেননি। বড় মেয়ে সাবার নামও নেননি। উল্লেখ করেছিলেন সোহা আলি খানের। অবাক হয়ে তাকিয়ে ছিলেন করিনা। বলেছিলেন, “সত্যি নাকি!আমি তো ভাবতাম সইফ। সোহা আপনার সবচেয়ে জেদি বাচ্চা?” তখন শর্মিলা ঠাকুর হাসতে-হাসতে বলেছিলেন, “আসলে আমার ছেলেকে নানারকমভাবে ম্যানিপুলেট করা যায়। ওর মন ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু সোহাকে সেটা পারা যায় না।”

নাতি-নাতনিদের মধ্যে সবচেয়ে প্রিয় কে শর্মিলার প্রিয়? সেই উত্তর দিতে অভিনেত্রী দিতে পারেনি বউমা করিনাকে। সইফ আলি খানের দুই স্ত্রী। প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তাঁর দুই সন্তান–ইব্রাহিম আলি খান এবং সারা আলি খান। তাঁরা বড় হয়ে গিয়েছেন। দ্বিতীয় এবং বর্তমান স্ত্রী করিনা কাপুর খানের সঙ্গে তাঁর দুই পুত্র–তৈমুর আলি খান এবং জেহ আলি খান। সোহা আলি খানের একটি মাত্র কন্যা ইনারা। শর্মিলা জানিয়েছিলেন, ইব্রাহিমকে অনেক বেশি পতৌদিদের মতো দেখতে হয়েছে। তাঁর স্বামী অর্থাৎ, প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির সঙ্গে অনেক মিল রয়েছে ইব্রাহিমের। তিনিও ক্রিকেট খেলতে ভীষণ ভালবাসেন। সারা শর্মিলার খুব কাছের নাতনি। আর বাকি তিনজন খুবই ছোট।

Next Article