‘মার্ডার’ ছবিটা কে ভুলতে পারে! এই ছবিতে এমন এক অভিনেতার আবির্ভাব ঘটেছিল, যাকে রাতারাতি ‘কিসার বয়’ তকমা দেওয়া হয়েছিল বলিউডে। এই অভিনেতা প্রথম ছবিতেই একাধিক চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে। অভিনেতার নাম ইমরান হাশমি। তবে পরবর্তীকালে নানা ইন্টারভিউতে ইমরান বলেছিলেন, একাধিক ছবিতে একাধিক নায়িকার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতায় সবচেয়ে বিশ্রী লেগেছিল তাঁর মল্লিকাকে। মল্লিকার মুখে নাকি ছিল প্রচণ্ড দুর্গন্ধ। এই কথা সকলের সামনে অকপট ফাঁস করতে কুণ্ঠিত ছিলেন না ইমরান। ‘কফি উইথ করণ’-এ এসে করণের দেওয়া হ্যাম্পার জেতার জন্য বেশকিছু বিস্ফোরক মন্তব্য করে অনেকের চক্ষুশূল হয়েছিলেন তিনি। তাঁর নজর গিয়েছিল বচ্চন বধু ঐশ্বর্য রাই বচ্চনের দিকেও।
করণ ইমরানরে প্রশ্ন করেছিলেন, যদি অভিষেক বচ্চনের থেকে কিছু চুরি করতে হয়, তা হলে তা কী হবে? বচ্চন পরিবারের রাজকুমারের থেকে অনেককিছুই চাইতে পারতেন ইমরান। কিন্তু তিনি নাম করেছিলেন ঐশ্বর্যরই? বলেছিলেন, তিনি অভিষেকের স্ত্রী ঐশ্বর্যকে চুরি করতে চান। পরবর্তীতে এই নিয়ে বেশ সমস্যায় পড়েওছিলেন ইমরান। বিষয়টিকে একেবারেই ভাল চোখে দেখেনি বচ্চন পরিবার। সইফের থেকেও ইমরান চুরি করে নিতে চেয়েছিলেন তাঁর স্ত্রী করিনা কাপুর খানকে। রণবীর কাপুরের থেকে চুরি করে নিতে চেয়েছিলেন তাঁর প্রেমিকাদের (তখনও আলিয়া ভাটের সঙ্গে বিয়ে হয়নি না রণবীরের। উল্লেখ্য, আলিয়া ভাট ইমরান হাশমির তুতো ছোট বোন। সুতরাং, পরবর্তীকালে হয়তো এই প্রশ্নের জবাবে অন্য কোনও উত্তর দিতেন ইমরান)।
ইমরান হাশমি নাকি স্বভাবে বেশ লাজুক। তেমনটাই বলেন ইন্ডাস্ট্রির অনেকে। যদিও তাঁকে নায়িকার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে বেশ সাবলীল মনে করেন পরিচালকেরা। সে কারণেই তাঁকে পরপর চুম্বনের দৃশ্য অভিনয় করতে বলা হয়েছিল একটা সময়। পরবর্তীতে অবশ্য অন্য় ধরনের চরিত্রেও অভিনয় করেছেন ইমরান।