দেশে মন জিতেছিলেন আগেই। এ বার বিদেশেও সেরার সেরা সোনু সুদ (Sonu Sood) । প্রিয়ঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন এবং ‘বাহুবলী’ প্রভাসকে পিছনে ফেলে ছিনিয়ে নিলেন শ্রেষ্ঠত্বের শিরোপা। বিশ্বের সেরা ৫০ এশিয়ান সেলিব্রিটির লিস্টে প্রথম স্থান পেলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক পত্রিকা ‘ইস্টার্ন আই’তে প্রকাশিত তালিকা থেকে জানা যাচ্ছে এমনটাই। গতবার ওই লিস্টে প্রথম স্থানে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এ বার যদিও তিনি ছয় নম্বরে।
এই সম্মানে খুশি সোনু। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “প্যান্ডেমিক শুরু হতেই মনে হয়েছিল, দেশবাসীকে আমার সাহায্য করা উচিত। ভেতর থেকেই এসেছিল ব্যাপারটা।” পাশপাশি সোনু জানান যে কাজ তিনি শুরু করেছেন, মৃত্যুর আগে পর্যন্ত তা চালিয়ে যাবেন। ক্যানাডার ইউটিউবার লিলি সিং ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
ভারতীয়দের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন গায়ক আরমান মালিক। পি’সি রয়েছেন ছয় নম্বরে এবং প্রভাসের জন্য বরাদ্দ হয়েছে সপ্তম স্থান। লিস্টে রয়েছেন বিগ-বিও। তবে তাঁর স্থান খানিক পিছনে। তিনি রয়েছেন ২০ নম্বরে। ৩১ নম্বরে রয়েছে বুকার পুরস্কারের মনোনয়ন প্রাপ্ত লেখক অবনী দোশী।
দেশজুড়ে লকডাউন শুরু হতেই পরিযায়ী শ্রমিকদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সোনু সুদ। কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের অর্থ খরচ করে বাড়ি পাঠিয়েছিলেন তিনি। বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। শুধু পরিযায়ী শ্রমিকই নন, বিদেশে আটকে থাকা পড়ুয়া, ক্যানসার আক্রান্ত জওয়ান অথবা দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রের পড়াশোনার খরচ…একা হাতে জুগিয়েছিলেন তিনি। রাতারাতি হয়ে গিয়েছিলেন ‘মসিহা’। সিনেমার পর্দায় চরিত্রাভিনেতা সোনু এত টাকা কোথায় পেলেন? সূত্র বলছে, ওঁদের মুখে হাসি ফোটাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে মুম্বইয়ের জুহুতে নিজের আটটি সম্পত্তি বন্ধক রেখেছেন তিনি। সোনু যদিও এ সব নিয়ে নিরুত্তাপ। খ্যাতি নয় ওই সব মানুষগুলোর নিঃস্বার্থ ভালবাসাতেই খুশি তিনি।