করোনায় আক্রান্ত ‘মসীহা’ সোনু সুদ, টিকা নিয়েছিলেন চলতি মাসেই

Apr 17, 2021 | 7:04 PM

'মসীহা' সোনু নিজেই করোনা আক্রান্ত হয়ে গেলে তাঁদের পাশে দাঁড়াবে কে? প্রশ্ন তাঁদের। যদিও সোনু লিখেছেন, "মনে রাখবেন আমি সব সময় আপনাদের সঙ্গে আছি।"

করোনায় আক্রান্ত মসীহা সোনু সুদ, টিকা নিয়েছিলেন চলতি মাসেই
সোনু সুদ।

Follow Us

করোনার প্রথম ঢেউয়ে তিনি ছিলেন পরিযায়ী শ্রমিকদের ‘মসীহা’। মাঠে নেমে কাজ করেছেন পুরোদমে। করোনার প্রথম ঢেউয়ে নিজেকে সামলে নিলেও এ বার নিজেই আক্রান্ত হলেন সোনু সুদ। শনিবার নিজেই এ কথা জানিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, এ মাসের শুরুতেই করোনার টিকা নিয়েছিলেন তিনি।

শনিবার সোশ্যাল মিডিয়ায় সোনু লেখেন, “সবাইকে জানাচ্ছি আমি করোনায় আক্রান্ত হয়েছি। ইতিমধ্যেই নিভৃতবাসে রয়েছি আমি। চিন্তা করবে না এখন হাতে এত সময় যে আপনাদের সমস্যা সমাধান করার জন্য সময়ের অভাব হবে না। সোনুর করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় তাঁর ভক্তরা। ‘মসীহা’ সোনু নিজেই করোনা আক্রান্ত হয়ে গেলে তাঁদের পাশে দাঁড়াবে কে? প্রশ্ন তাঁদের। যদিও সোনু লিখেছেন, “মনে রাখবেন আমি সব সময় আপনাদের সঙ্গে আছি।”

 

আরও পড়ুন- করোনা আক্রান্ত রেজওয়ান, বাড়ি থেকেই করেছেন শুট

 


এ মাসেরই শুরুতে ‘সঞ্জীবনী, অ্যা শট অব লাইফ’ নামক এক ক্যাম্পেন চালু করেন সোনু। উদ্দেশ্য মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহ প্রদান করা। তিনি নিজেও টিকা নেন এপ্রিল মাসের সাত তারিখ। কিন্তু দশ দিনের মধ্যে আক্রান্ত হন নিজেও।


গত বছর লকডাউনের মাঝে পরিযায়ী শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি পাঠানো থেকে শুরু করে, বিদেশে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা… সব কিছুই একা হাতে সামলিয়েছেন সোনু। সরেজমিনে মেপে তদারকি করেছেন খুঁটিনাটি প্রতিটি বিষয়ের। আর দেশবাসীও অচিরেই ভালবেসে ফেলেছে সিনেমার ‘খলনায়ক’ সোনুকে। এ বছরেও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সময়েও প্রথম থেকেই সক্রিয় সোনু। শুক্রবারই সবার জন্য হাসপাতালের বেড, ইঞ্জেকশনের যোগান দিতে না পাড়ায় উদ্বিগ্ন হয়ে পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এ বার তাই নিজেও আক্রান্ত হওয়ায় ভক্তদের চিন্তা থামছেই না।

Next Article