‘অনেকদিন পরে কোনও শিল্পীকে…’, গওহর জান দেখে আপ্লুত সাংসদ সৌগত রায়

Nov 16, 2024 | 7:39 PM

My Name Is Jaan: কলকাতা তো বটেই, দেশ-বিদেশেও প্রশংসিত হয়েছিল সেই নাটক। নাচ-গানের মেলবন্ধনে গওহরের অজানা জীবনই ফুটে উঠেছিল মঞ্চে। প্রায় দু’বছর পর আবারও ফিরেছে সেই নাটক।

অনেকদিন পরে কোনও শিল্পীকে..., গওহর জান দেখে আপ্লুত সাংসদ সৌগত রায়

Follow Us

সালটা ছিল ২০২১। নামজাদা সঙ্গীতশিল্পী গওহর জানের জীবনকে ঘিরে তৈরি হয়েছিল এক মঞ্চনাট্য। যার নাম ‘গওহর জান’– নামভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। কলকাতা তো বটেই, দেশ-বিদেশেও প্রশংসিত হয়েছিল সেই নাটক। নাচ-গানের মেলবন্ধনে গওহরের অজানা জীবনই ফুটে উঠেছিল মঞ্চে। প্রায় দু’বছর পর আবারও ফিরেছে সেই নাটক।

কলকাতার বুকে ‘মাই নেম ইজ জান’ শো আসতে চলেছে। ৬ ডিসেম্বর জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হবে অর্পিতা চট্টোপাধ্যায়ের এই নাটক। তবে এই প্রথম নয়, কলকাতার বুকে ২০২১ সালেই ঝড় তুলেছি ‘মাই নেম ইজ জান’। অর্পিতা চট্টোপাধ্যায়কে তখন সকলে নতুন রূপে আবিষ্কার করেছিলেন। প্রথম শো থেকেই হিট এই নাটক। দর্শক আসনে সেদিন বাঘা-বাঘা শিল্পীরা জায়গা করে নিয়েছিলেন। টানা দুই ঘণ্টা ধরে শো দেখে বেরিয়ে সকলেই ছিলেন প্রশংসায় পঞ্চমুখ।

সেদিন দর্শক আসনে উপস্থিত ছিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। নাটক দেখে বলেন, “একা একটা পুরো নাটক ক্যারি করা এবং তার সঙ্গে এত ভাল গান গাওয়া, আমি অনেকদিন পরে কোনও শিল্পীকে পারফর্ম করতে দেখলাম।” শুধু পরিচিত অতিথিরা নন, সাধারণ দর্শকও আপ্লুত এই পারফরম্যান্সে।

উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।

এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-

২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ

৯ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

Next Article