AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রোশনাই’ সিরিয়ালে নতুন নায়িকা! শনের বিপরীতে দেখা যাবে কাকে?

Roshnai Serial: 'রোশনাই' সিরিয়ালে আর দেখা যাবে না অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। এ কথাই পাঠকদের আগেই জানিয়েছিল TV9 বাংলা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে সকলের মনে একটাই প্রশ্ন। তাহলে সিরিয়ালের নতুন নায়িকা কে? কোন অভিনেত্রীকে দেখা যাবে মুখ্য় চরিত্রে। স্টুডিয়ো পাড়ায় ফিসফাস ইতিমধ্য়েই নাকি নতুন 'রোশনাই'-কে খুঁজে পাওয়া গিয়েছে।

'রোশনাই' সিরিয়ালে নতুন নায়িকা! শনের বিপরীতে দেখা যাবে কাকে?
| Edited By: | Updated on: Nov 20, 2024 | 1:51 PM
Share

‘রোশনাই’ সিরিয়ালে আর দেখা যাবে না অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। এ কথাই পাঠকদের আগেই জানিয়েছিল TV9 বাংলা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে সকলের মনে একটাই প্রশ্ন। তাহলে সিরিয়ালের নতুন নায়িকা কে? কোন অভিনেত্রীকে দেখা যাবে মুখ্য় চরিত্রে। স্টুডিয়ো পাড়ায় ফিসফাস ইতিমধ্য়েই নাকি নতুন ‘রোশনাই’-কে খুঁজে পাওয়া গিয়েছে। নতুন নায়িকার লুক সেটও হয়ে গিয়েছে। তাহলে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কি দেখা যাবে নতুন মুখ? শোনা যাচ্ছে, দর্শক অবশ্যই পেতে চলেছেন নতুন জুটি। তবে নায়িকা নাকি সকলের চেনা।

শোনা যাচ্ছে, অভিনেত্রী তিয়াসা লেপচার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্য়ে নায়িকার লুক সেটও নাকি হয়ে গিয়েছে। এখন শুধুই নাকি ফ্লোরে যাওয়ার অপেক্ষা। তবে নায়িকা বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি। অনেক দিন হল ছোট পর্দা থেকে দূরে তিয়াসা। তাঁকে শেষ ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে ইন্দিরা চরিত্রে দেখেছেন দর্শক। তার পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। মাত্র কয়েক মাসের মধ্যে শেষ হয় ‘বাংলা মিডিয়াম’। তিয়াসার নায়ক নীল ভট্টাচার্যকে নতুন সিরিয়ালে, নতুন চরিত্রে দেখা গেলেও তিয়াসাকে দেখা যায়নি অনেকদিন। এই প্রথম বার লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনের সংস্থায় ‘ম্যাজিক মোমেন্টেস’-এর নায়িকা হিসাবে দেখা যাবে তাঁকে।

কিন্তু নায়িকার চরিত্র থেকে কেন সরলেন অনুষ্কা? এ প্রসঙ্গে জানতে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে। তিনি না করেননি। অভিনেত্রী বলেন, “হ্যাঁ,একদম ঠিক কথা। আমি এনওসি দিয়ে দিয়েছি। রোশনাই চরিত্রে আমি আর অভিনয় করব না। চিকিত্‍সক আমায় বিশ্রামে থাকতে বলেছেন। তাই এই মুহূর্তে আমার পক্ষে সিরিয়ালের শুটিং করা সম্ভব নয়।” অনুষ্কা জানান, তাঁর কী হয়েছে? সেটা একান্তই ব্যক্তিগত। তিনি প্রকাশ্যে সে কথা বলতে চান না। যদি সত্যিই তিয়াসাকে চূড়ান্ত করা হয়। তাহলে শন-তিয়াসা জুটিকে কত নম্বর দেবেন দর্শক? সেই উত্তর দেবে সময়।