Anushka Sharma: লন্ডন থেকে দেশে ফিরছেন অনুষ্কা! নায়িকার পোস্ট উসকে দিল নতুন জল্পনা

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Aug 22, 2024 | 9:49 PM

Bollywood: আর হয়তো তিনি দেশে ফিরবেন না। এমনটাই ভেবেছিলেন অনেকে। তবে অগস্টের শেষে এক অন্য ইঙ্গিত দিলেন অভিনেত্রী। দুই সন্তানকে নিয়ে এত দিন বিদেশেই ছিলেন। কথা হচ্ছে অভিনেত্রী অনুষ্কা শর্মার। ছেলে অকায়ের জন্মানোর পর লন্ডনেই পাকাপাকি ছিলেন তিনি। এমনকি খেলা শেষ হওয়ার পর নায়িকার স্বামী বিরাট কোহলিও পাড়ি দিয়েছিলেন দেশের লন্ডনে।

Anushka Sharma: লন্ডন থেকে দেশে ফিরছেন অনুষ্কা! নায়িকার পোস্ট উসকে দিল নতুন জল্পনা

Follow Us

আর হয়তো তিনি দেশে ফিরবেন না। এমনটাই ভেবেছিলেন অনেকে। তবে অগস্টের শেষে এক অন্য ইঙ্গিত দিলেন অভিনেত্রী। দুই সন্তানকে নিয়ে এত দিন বিদেশেই ছিলেন। কথা হচ্ছে অভিনেত্রী অনুষ্কা শর্মার। ছেলে অকায়ের জন্মানোর পর লন্ডনেই পাকাপাকি ছিলেন তিনি। এমনকি খেলা শেষ হওয়ার পর নায়িকার স্বামী বিরাট কোহলিও পাড়ি দিয়েছিলেন দেশের লন্ডনে। তার পর বিদেশের অলিগলিতে মাঝে মাঝেই ফ্রেমবন্দি হয়েছেন তারকা জুটি।

সেই ছবি দেখে অনেকেই ভেবেছেন আর হয়তো ফিরবেন না তাঁরা দেশে। এমনিতে নিজেদের ব্যক্তিগত জীবনকে কোনও ভাবেই ক্যামেরার সামনে আনতে চান না তাঁরা। এখনও পর্যন্ত মেয়ে ভামিকা কোহলিকে প্রকাশ্যে আনেননি। ছেলে অকায়কেও যে দেখা যাবে না সেটা অবধারিত। তবে সকলের প্রশ্ন ছিল ছেলে-মেয়েকে ক্যামেরার সামনে আনতে চান না তাঁরা সেটা বোঝা গেলেও অনুষ্কা কেন এই জগত্‍ থেকে আড়ালে সেটা কেউ বুঝতে পারছেন না। অনেক দিন হয়ে গেল নায়িকার কোনও ছবি মুক্তিও পায়নি। তবে ক্ষীণ আশা পাওয়া গেল নায়িকার ইনস্টাগ্রামের স্টোরিতে। সেখানে একটি পোস্ট ভাগ করে নিয়েছেন তিনি।

সম্প্রতি একটি বিজ্ঞাপন ভাগ করে নিয়েছেন অনুষ্কা। যেখানে বলা হয়েছে, যিনি বিজয়ী হবেন তিনি সুযোগ পাবেন অনুষ্কার সঙ্গে দেখা করার। তবে সেটা ভার্চুয়াল মিটিং না একেবারে সামনাসামনি সাক্ষাত্‍ সে কথা বলা হয়নি। এই বিজ্ঞাপনটি দেখে অনেকেই আন্দাজ করেছেন তবে শীঘ্রই বুঝি দেশে ফিরবেন নায়িকা। ছেলের জন্মের আগে থেকেই লন্ডনে রয়েছেন তিনি। বিদেশেই জন্ম হয় অকায়ের। তার পর বেশির ভাগ সময় মাঠের গ্যালারিতেই ফ্রেমবন্দি হয়েছেন তিনি। প্রায় ৬ বছর হয়ে গেল বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। শেষ চাকদহ এক্সপ্রেসের শুটিং করতে কলকাতা এসেছিলেন। কিন্তু সেই ছবির শুটিং আদৌ শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Next Article