জমেছিল প্রেম! কার জন্য ভেঙেছিল রানি, অভিষেকের সম্পর্ক?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 19, 2024 | 4:34 PM

রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চন, একে অন্যের সঙ্গে নাকি একটা সময় চুটিয়ে প্রেম করতেন। এমনই খবর রটে গিয়েছিল বলিউডের অন্দরমহলে। সাল ২০০১, প্রথম পর্দায় হাজির হয়েছিলেন এউ জুটি। যাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকেরা। যদিও একটা সময়ের পর সেই সম্পর্কে ইতি টানতে দেখা যায় তাঁদের।

জমেছিল প্রেম! কার জন্য ভেঙেছিল রানি, অভিষেকের সম্পর্ক?

Follow Us

রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চন, একে অন্যের সঙ্গে নাকি একটা সময় চুটিয়ে প্রেম করতেন। এমনই খবর রটে গিয়েছিল বলিউডের অন্দরমহলে। সাল ২০০১, প্রথম পর্দায় হাজির হয়েছিলেন এউ জুটি। যাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকেরা। যদিও একটা সময়ের পর সেই সম্পর্কে ইতি টানতে দেখা যায় তাঁদের। তবে তাঁদের সম্পর্কের কথা কখনই প্রকাশ্যে আসেনি। জল্পনা যতই মাথা চাড়া দিয়ে উঠতে দেখা যায়, তাঁদের মুখ ততটাই বন্ধ হতে থাকে এই প্রসঙ্গে। প্রকাশ্যে কখনই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা। যদিও একটা সময়ের পর তাঁরা আলাদা হয়ে যান। কেন বিয়ে হল না এই জুটির? পর্দায় তাঁদের ভীষণ সাবলীল লাগত।

তবে একটা সময় স্পষ্ট করে দিয়েছিলেন যে, তাঁরা আর একসঙ্গে নেই। একবার তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। তিনি মিমি গেরেওয়াল-এর টক শোয়ে জানিয়েছিলেন অভিষেক বচ্চনের ফোন থেকে তিনি রানিকে একবার ম্যাসেজ করেছিলেন। যার উত্তর খুব একটা চমকপ্রদ ছিল না। তবে বলিউডে একটা জল্পনা ছিল ভীষণ স্পষ্ট, আর তা হল রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের সম্পর্ক নাকি মেনে নিতে পারেননি, তিনিই নাকি বাধা দিয়েছিলেন। পরিবারের সেই সমস্যার কারণেই নাকি সম্পর্ক থেকে সরে দাঁড়ান অভিষেক। আর এই জুটির সম্পর্কের মেয়াদ সেখানেই শেষ হয়ে যায়।

Next Article