কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ। তাঁর অভিনয়ে খুশি দর্শক। এবার তিনি ধরা দিলেন সম্পূর্ণ অন্য লুকে। বিপরীতে এক নতুন নায়ক। তিনি হলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সম্প্রতি নায়িকার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা রোহন ভট্টাচার্যর সঙ্গে।
দুজনেই একেবারে ওয়েস্টার্ন লুকে। তাহলে কোনও ছবির জন্য জুটি বাঁধছেন তাঁরা? তবে কি নতুন কিছু করতে চলেছেন তাঁরা? ভিডিয়োয় দেখা যাচ্ছে লাল গাউন পরে রোহনের সঙ্গে নাচ করতে ব্যস্ত অভিনেত্রী। অনেকেই প্রশ্ন করেছেন তবে ছোট পর্দা না বড় পর্দায় কোথায় দেখা যাবে তাঁদের? না তেমন কিছুই হচ্ছে না। একটি বিশেষ অনুষ্ঠানে দুই নায়ক নায়িকাকে একসঙ্গে দেখা যাবে।
সম্প্রতি ‘ধনধান্য’ অডিটোরিয়ামে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। যেখানে প্রথম বার রোহন এবং সৌমিতৃষাকে একসঙ্গে দেখা গিয়েছ। দু’জনেই ছোট পর্দার সফল তারকা। ‘মিঠাই’ সিরিয়ালের পর অবশ্য ছোট পর্দা থেকে দূরেই আছেন সৌমিতৃষা। দেবের বিপরীতে বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিরিজ় ‘কালরাত্রি’। অন্য দিকে রোহনকে শেষ বার ‘তুমি আশে পাশে থাকলে’সিরিয়ালে দেখেছিলেন দর্শক। তার পর অবশ্য নায়ক ব্য়স্ত সিরিজ এবং বড় পর্দার কাজ নিয়ে। কিন্তু আগামী দিনে কি এই জুটিকে পর্দায় দেখা যাবে? তা অবশ্য বলবে সময়।